ফের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীর হড়পা বানে ভেসে যাওয়া পরিবারের পাশে মুখ্যমন্ত্রী


 সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ফের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীর হড়পা বানে ভেসে যাওয়া পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। 

দশমীর দিন শোকের কালো ছায়া নেমে এসেছিল গোটা রাজ্যের বুকে। প্রতিমা বিসর্জন করতে গিয়ে মাল নদীর হঠাৎ হড়পা বানে প্রাণ চলে যায় ৮ জনের। যা দেখে গোটা রাজ্য শোকস্তব্ধ হয়ে যায়। সেই হড়পা বানে যারা প্রাণ হারিয়েছিলেন এবার তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 


গোটা রাজ্য যখন হই হই করে প্রতিমা বিসর্জন দিচ্ছে ঠিক সেই সময়ে জলপাইগুড়ির মাল নদীতে ঘটে যায় এক চরম দুর্ঘটনা। হটাৎ হড়পা বানে প্রাণ চলে যায় ৮ জনের, আহত ও হয় ১৩ জন। ঘটনা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তার সমবেদনা প্রকাশ করেন এবং ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। এইবার তিনি সরাসরি হড়পা বানে নিহত পরিবারগুলোর সঙ্গে কথা বললেন। বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে পৌঁছাতে না পৌঁছাতেই তিনি হড়পা বানে নিহত পরিবার গুলির কাছে ছুটে গেলেন। তাদের সাথে অনেকক্ষণ তিনি কথা বলেন এবং তাদের প্রতি আন্তরিকতাও দেখান। রাজ্যে কোন দুর্ঘটনা হোক কিংবা কোন সমস্যা হোক সেখানে আগে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও তার কোন খামতি রাখলেন না তিনি। 

তিনি চলে যাবার পর নিহতদের পরিবাররা জানান এসডিও এসে তাদের আগামীকালের প্রশাসনিক সভায় যাওয়ার আহ্বান দিয়ে গেছেন। নিহতদের পরিবাররা জানিয়েছে তারা আগামীকাল প্রশাসনিক সভায় যাবেন। তাদের আশা আগামীকাল প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পরিবারের একজনকে চাকরির নিয়োগ পত্র তুলে দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম