বকেয়া ডিএ এর দেওয়ার দাবিতে বুধবার কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছিলো সরকারি কর্মীরা। তাদের সমর্থন করেছিলো বিরোধীরা এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মানস ভুঁইয়া করলেন সাংবাদিক বৈঠক।
এদিন বৈঠকে দুই মন্ত্রী অবগত করেন যে সরকারি কর্মীদের পাশেই রাজ্য সরকার আছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন “২০০৮ থেকে ২০১১ ৩৫ শতাংশ ডিএ ছিল। ২০১১ থেকে ২০১৯ মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে করে দিয়েছিল ৯০ শতাংশ। তখন ২৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে। ২০১৯ সালে পঞ্চম পে কমিশনের সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ডিএ ও বেসিক মিলিয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।”
মাননীয় অর্থমন্ত্রী আরও বলেন “আইনগতভাবে যা করার রাজ্য সরকার তা করবে। কত বাকি আছে, কি নেই সেটা আমরা বলবো। এটা বিচার্য বিষয়” এইদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও তোপ দাগেন দুই মন্ত্রী। কেন্দ্রের বকেয়া টাকা দেওয়ার দাবিও এদিন শোনা যায় মন্ত্রীদের গলায়।
