Mamata Banerjee | Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন? কেন হঠাৎ তৃণমূল বিধায়কদের বকা দিলেন মমতা? হঠাৎ শুভেন্দু অধিকারী কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে?
সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : শুভেন্দু অধিকারী বক্তৃতায় যেন কোনো বাধা দেওয়া না হয়, তৃণমূল বিধায়কদের সতর্ক করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু সবে বক্তৃতা করতে উঠেছেন, বিধানসভা অধিবেশন কক্ষ তখন ভর্তি ছিল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। তখনও শুভেন্দুকে চায়ের আমন্ত্রণ জানাননি মমতা। শুভেন্দুও যাননি মমতার সঙ্গে দেখা করতে তার ঘরে।
উল্লেখযোগ্য শুক্রবার ছিল সংবিধান দিবস। সে বিষয়ে বক্তব্য দিতে শুরু করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু শুভেন্দুর বক্তব্য শুরু হতে না হতেই তৃণমূল বিভাগের একাংশ টীকা-টীপ্পনী করতে শুরু করেন। কানে আসতেই কড়া ভাষায় নিষেধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ বাধা দেবে না। সবাই চুপ করে থাকো।” সঙ্গে সঙ্গে থেমে যায় গোলমাল। নিশ্চিন্তে বক্তব্য শেষ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
প্রসঙ্গত শুক্রবার একই ঘটনা ঘটেছে বিধানসভায় বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল বক্তৃতা দেওয়ার সময়। বিজেপির আসানসোলের বিধায়ক যখন কথা বলতে ওঠেন, তখন আবার টীকা-টীপ্পনি ভেসে আসে তৃণমূলের বিধায়কদের আসন থেকে। এবারও মমতা তৃণমূল বিধায়কদের সতর্ক করে দেন। তিনি ধমক দিয়ে বলেন, কেউ কারোর বক্তৃতায় বাধা দেবেন না।
বিধানসভায় অবশ্য মমতার এই সৌজন্যবোধ প্রথমবার নয়। এর আগেও বিরোধী দলনেতার শুভেন্দুর প্রতি সৌজন্য নমস্কার করেছিলেন মমতা। একইভাবে প্রতি নমস্কার ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার অবশ্যই এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দেখা করতে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন অগ্রিমিত্রা পল এবং বিরোধী বিজেপির বিধায়ক মনোজ টিগ্গাও। মমতা পরে জানান তিনি চা খাওয়ার জন্য আমন্ত্রণও করেছিলেন শুভেন্দুদের।
