টেট সার্টিফিকেটের মেয়াদ সারাজীবন থাকবে, নতুন বিজ্ঞপ্তি জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে একবার টেট সার্টিফিকেট পেলে তার মেয়াদ থাকবে সারা জীবন এমনই জানানো হলো। 

প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রের তরফে নেওয়া সি-টেট এর ক্ষেত্রেও একই নিয়োম প্রযোজ্য। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই পথেই হেঁটে কেন্দ্রের নিয়োমকেই স্বিকৃতি দিলো এমনটাই জানালো আধিকারিকরা। 

পর্ষদের তরফে জানানো হয়েছে এতদিন এইধরনের কোনো নির্দেশিকা ছিলো না। পর্ষদের তরফ থেকে এও বলা হয়েছে যে একজন পরীক্ষার্থী একবার টেটে উত্তীর্ণ হওয়ার পরও আবার স্কোর বাড়ানোর জন্য টিচার এলজিবিলিটি টেস্ট এ বসতে পারে। সেই পরীক্ষার্থীর উপর কোনরকম নিষেধাজ্ঞা উপলব্ধ হবে না। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের এমন নির্দেশিকা চাকরী প্রার্থীদের আরও সুবিধা দেবে এমনটাই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এতে আরও চাকরিপ্রার্থী টেট পরীক্ষার জন্য আকৃষ্ট হবে। 

শেষবার টেট হয়েছিলো ২০২১ সালের ৩১ জানুয়ারি। সেই টেটে আবেদনকারীর সংখ্যা ছিলো আড়াই লক্ষ আর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় ইতিমধ্যেই আবেদনকারীর সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গেছে। ৪ নভেম্বর আবেদনের শেষ দিন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম