সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ওভারহেড তার ছিড়ে দুই ঘন্টার জন্য থমকে গেলো হাওড়া খড়গপুর লাইনের ট্রেন চলাচল। হাওড়া স্টেশন ছাড়ার পর মাঝপথে আটকে গেলো এক্সপ্রেস থেকে লোকাল একাধিক ট্রেন।
দুই ঘন্টা ব্যাপি এই সমস্যার সমাধান ঘটে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ। সমস্যার সমাধান হলে পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। দূর্ভোগ কাটিয়ে স্বস্তির নিশ্বাস ফেলে যাত্রীরা।
শনিবার বিকেলে সারে চারটে নাগাদ হাওড়া কারশেড পেরিয়ে টিকিয়াপাড়ার কাছে ওভারহেডের তাঁর ছিড়ে ঘটে বিপত্তি। হাওড়া স্টেশন ছাড়ার পরেই পর পর আটকে গিয়ে দাঁড়িয়ে পরে একাধিক ট্রেন। পরিস্থিতি জটিল হয়ে যায়।
একদিক থেকে যেমন হাওড়া থেকে যাওয়া ট্রেনগুলো আটকে যায় তেমনি খড়গপুরের দিক থেকে আসা ট্রেন চলাচলও স্তব্ধ হয়ে যায় এই বিপত্তির জেরে। আপ এবং ডাউন উভয় দিকেই বিঘ্নিত হয় ট্রেন চলাচল।
এক ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরেও যখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি তখন ঘটনাস্থলে রেলের লিগ্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে মেরামতির কাজ শুরু করে। এরপর সাড়ে ছটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

