১৪২ জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার মৃত্যু ত্রিপুরায়! CPM, BJP ঘাড়ে চাপল মৃত্যুর দায়? কিন্তু কেন?


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় ছাঁটাই হওয়া শিক্ষকদের মধ্যে এখনো পর্যন্ত ১৪২ জনের মৃত্যু হয়েছে। এখনও ত্রিপুরায় দশ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা আমরণ-অনশন করছে। বাম সরকার অবৈধ পদ্ধতিতে এইসব শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করলেও আদালতের নির্দেশে তাদের চাকরি চলে যায়। বিজেপি সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিল তাদের চাকরি ফিরিয়ে দেয়নি।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ নিয়ে ত্রিপুরায় বাম সরকারের আমলে অনিয়মের অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগে ত্রিপুরা হাইকোর্টে মামলাও হয়। উক্ত মামলায় ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যায়। ত্রিপুরা হাইকোর্ট জানায় এই ১০,৩২৩ জন শিক্ষক শিক্ষিকাকে অবৈধ পদ্ধতি বাম সরকার নিয়োগ করেছিল।

পরে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিমকোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে। তারপরে চাকরি বাতিল হয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকারা গোটা ত্রিপুরা জুড়ে লাগাতার আন্দোলন, বিক্ষোভ শুরু করে।

বিজেপি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিল, তারা যদি সরকারে আসে তাহলে সেটাই হওয়া শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেবেন। বিজেপি ক্ষমতায় এসেছে ত্রিপুরায় চারটে বছর হয়ে গেলেও সেইসব চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেয়নি।

বাধ্য হয়ে ছাঁটাই শিক্ষক-শিক্ষিকারা আমরণ অনশন শুরু করেছে। ইতিমধ্যে প্রায় ১৪২ জন শিক্ষক শিক্ষিকা আন্দোলন করতে করতে মারা গেছেন। তাছাড়া অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজন অনশনকারীর অবস্থা আশঙ্কাজনক।

রাজনৈতিক মহলে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, যখন কথা মতো শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য দাবি মিটিয়ে দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, সেখানে পাশের রাজ্য ত্রিপুরায় শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু নিয়ে BJP, CPM কেন চুপ? 

চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে গেছে বাম সরকারের ভুলের জন্য এবং বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি ফিরিয়ে দেওয়ার কিন্তু বিজেপি তা পালন করেনি। আন্দোলন অনশন করতে গিয়ে যে ১৪২ জন শিক্ষক-শিক্ষিকার মৃত্যু হল, এই এই মৃত্যুর দায় কে নেবে, বিজেপি নাকি সিপিএম? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম