এইবার ষাঁড়ের ধাক্কায় থমকে গেল মোদির বন্দে ভারত এক্সপ্রেস। যার ফলস্বরূপ ভেঙে যায় ইঞ্জিনের একাংশ। গত শনিবার গান্ধীনগর থেকে গুজরাটের দিকে রওনা দিচ্ছিল সেমি হাইস্পিড ট্রেনটি। কিন্তু গুজরাটের দিকে রওনা দেওয়ার পথে ঘটলো বিপত্তি।
রেল সূত্রে জানা যাচ্ছে শনিবার সকাল ৮:১৬ মিনিটে একটি ষাঁড়ের ধাক্কায় থমকে যায় বন্ধে ভারত এক্সপ্রেস। যার ফলস্বরূপ ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের অংশটি। যার জেরে প্রায় ১৫ মিনিট ধরে ট্রেনটি থেমে থাকে। তবে ষাঁড়ের ধাক্কায় ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের কোন ক্ষতি হয়নি।
প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেস চালু হবার পরেই একের পর এক বিপত্তি ঘটেছে। কখনো গরুর ধাক্কায় তো কখনো মোষের ধাক্কায়। আর এই বিপত্তির খাতায় আর এক নতুন সংযোজন ষাঁড়ের ধাক্কা। উল্লেখ্য,বেশ কয়েকদিন আগে একটি মোষের পাল কে এই বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মেরেছিল। যার ফলে বন্ধ ভারত এক্সপ্রেসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ট্রেনের চাকা পর্যন্ত জাম হয়ে যায়। যার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল।
বর্তমানে বন্ধে ভারত এক্সপ্রেস দেশের সবচেয়ে দ্রুততম ট্রেন। বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীনগর-মুম্বাই (দেশের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস)বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেন। আগামী মাসে দেশের পঞ্চম বন্ধ ভারত এক্সপ্রেস উদ্বোধন করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। কিন্তু তার আগেই এই ধরনের ঘটনা বারবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।
রেল সূত্রে খবর, চলতি মাসে বন্দে ভারত এক্সপ্রেসের সাথে এই ধরনের ঘটনা দুবার ঘটেছে। প্রথমবার গরুর ধাক্কায় এবং দ্বিতীয়বার একটি মোষের পালের ধাক্কায়। দ্বিতীয়বারের ঘটনায় রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীদেরকে শতাব্দী এক্সপ্রেস করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। তাই বারবার একই ধরনের ঘটনা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে।

