হঠাৎ গাড়ি থামিয়ে পরিদর্শন করলেন গ্রামের উন্নয়ন, পঞ্চায়েত প্রধানকে ইস্তফার আদেশ ক্ষুব্ধ অভিষেকের


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কদিন ধরেই চলছিলো সাজো সাজো রব। আর আজ ছিলো অভিষেক বন্দোপাধ্যায় এর সেই বহু প্রতিক্ষিত মেগা সো। আর সেই সভায় যাওয়ার পথে দাড়িয়ে গেলেন প্রত্যন্ত গ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় এর মতো করেই সারলেন জনসংযোগ। 

আজ হঠাৎই কাঁথির সভাস্থলে যাওয়ার মাঝপথে দাঁড়িয়ে যায় তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়। মরশিদা গ্রামে ঢুকে মানুষের অভাব অভিযোগ শোনেনশোনেন তিনি। আশ্বাস দেন দ্রুত সমাধানের।

অভিষেক বন্দোপাধ্যায় কে হাতের কাছে পেয়ে সমস্ত জমা অভাব অভিযোগ জানান গ্রামবাসীরা। সাংসদও শোনেন সকলের কথা মন দিয়ে। বাড়ি যান একাধিক মানুষের। 

বহু লোক পানিয় জল এবং অন্যান্য সমস্যা নিয়ে অবগত করেন। সব সমস্যা শোনার পর তিনি ওখান থেকে প্রস্থান করেন। 

এরপরেই সভা থেকে গ্রামের মানুষদের দুস্থ অবস্থা দেখে তাদের দুর্দশা দূর করতে তৎপর হোন তিনি এবং উক্ত সভা থেকেই তৎক্ষণাৎ অভিযুক্ত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে এবং অঞ্চল প্রধানকে ইস্তফার আদেশ দেয়। তিনি বলেন “ ৪৮ ঘন্টার মধ্যে ওদের ইস্তফা পত্র আমার টেবিলে চাই ”।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম