সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কাঁথির হাইভোল্টেজ সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দোপাধ্যায়।
সাংসদের অভিযোগ আগে পূর্ব মেদিনীপুর, হলদিয়া থেকে তোলাবাজি করতেন শুভেন্দু। এখন সিবিআই, ইডি, এনআইএ এর জামিন করে দেওয়ার নাম করে টাকা তোলেন। যদিও এই নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ শুভেন্দু বাবু।
শনিবার শুভেন্দুর বাড়ির ২০০ মিটারের মধ্যে সভা করেন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর সেখান থেকে প্রত্যাশা মতোই একেরপর এক তোপ দাগেন বিরোধী দলনেতার বিরুদ্ধে। তিনি বলেন “অভিযোগগুলো যদি অক্টোপাসের সুর হয় তবে মাথাটা বসে আছে শান্তিকুঞ্জে” এরপরেই তিনি বলেন “আগে হলদিয়া থেকে তোলার করতো শুভেন্দু। এখন তো ওসব বন্ধ করে দিয়েছি এখন কোথা থেকে তোলাবাজি করে জানেন ? সিবিআই, ইডি, এনআইএ এর জামিন করে দেওয়ার নামে টাকা তোলে।”
বলাই বাহুল্য তৃনমূল সেনাপতির এই বিস্ফোরক অভিযোগে রিতিমত অস্বস্তিতে পড়েছে শুভেন্দু অধিকারী। যদিও তারপরও এই অভিযোগ এর সম্বন্ধে কোনো প্রতিক্রিয়া না দিয়ে শুভেন্দু বাবু আরও ধন্দে ফেলেছেন রাজনৈতিক মহলকে।
