এইবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অনাথ শিশুদের ধর্মান্তকরণের অভিযোগ উঠলো

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: এইবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে অনাথ শিশুদের ধর্মান্তকরণের অভিযোগ উঠলো।

ফের বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বিতর্কের সৃষ্টি হল। অনাথ শিশুদের অজান্তেই ধর্ম পাল্টে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোম এর বিরুদ্ধে। অন্তত জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন এমনটাই জানিয়েছে। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন এও জানিয়েছে পুলিশকে এফআইআর দায়ের করতে বলা হলেও তারা সেই এফ আই আর দায়ের করেনি। আর এই নেই শুরু হয়ে গেছে জোর চাপানউতোর। 

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ওই হোমের দূরত্ব ৫০ কিলোমিটার। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন সেই হোম পরিদর্শন করতে আসলে তারা হক চকিয়ে যান। হোমের রেজিস্টার বুকে দেখা যায় ইতিমধ্যে তিনজন শিশুর ধর্ম পাল্টে দেওয়া হয়েছে। এমনকি তিন জন শিশুর নাম পর্যন্ত পাল্টে দিয়েছে হোমের অথরিটি। এরপর নড়ে চড়ে বসে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। পুলিশের কাছে তারা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পুলিশ কোন ব্যবস্থা নেই নি বলে অভিযোগ জানায় জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। 

জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রধান কর্তা প্রিয়াঙ্ক কানুঙ্গ জানিয়েছেন, “ইতিমধ্যেই জেলাশাসককে এ বিষয়ে জানানো হয়েছে। জেলাশাসককে ওই হোম এর ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। কিন্তু জেলা শাসক কে বলা সত্ত্বেও পুলিশ এখনো পর্যন্ত কেন ব্যবস্থা নেয়নি সেই বিষয়টি খতিয়ে দেখছে কমিশন”। 

পুলিশ জানিয়েছে, “তারা এফ আই আর দায়ের করতে পারবে না। ২০১৫ সালে সরকার দ্বারা গঠিত একটি কমিটির মাধ্যমে এই হোমটি কে সরকারি সাহায্য দেওয়া হয়। তাই সেই হোম এর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সে ক্ষেত্রে কমিটির বিরুদ্ধে যাওয়া হবে”। 

যদিও অভিযোগটি সামনে আসতেই ব্যাপক বিতর্কের মধ্যে জড়িয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সরকার। এর আগেও মধ্যপ্রদেশে বিভিন্ন সময় ধর্মান্তকরণের ঘটনা প্রকাশ্যে এসেছিল। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটছে বারবার সে নিয়ে প্রশ্ন থেকে যায়। জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন অভিযোগ জানানো সত্ত্বেও কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? শিশুগুলো অনাথ বলে কি তাদের কোন অধিকার নেই? এটাই কি ডবল ইঞ্জিন সরকারের নমুনা?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম