সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : এ বার নোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ছবি ছাপানোর দাবি জানালো মহারাষ্ট্রের জনৈক বিজেপি নেতা রাম কদম। তিনি নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর পাশাপাশি শিবাজী, বাবা সাহেব আম্বেদকর এবং বীর সাভারকরের ছবিও যেন ছাপানো হয় টাকায়।
আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল চিঠি লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলো যে নোটে যেন গান্ধীজি এর পাশাপাশি লক্ষী গণেশের ছবিও ছাপানো হয়। আর এই পরিপ্রেক্ষিতেই এমন দাবি জানালো মহারাষ্ট্রের বিজেপি নেতা।
রাম কদম তার টুইটার হ্যান্ডেল থেকে একের পর এক পোস্ট করে এই বিতর্কিত দাবি উত্থাপিত করেন। শিবাজী , নরেন্দ্র মোদী , আম্বেদকর এবং সাভারকর এর ছবি সম্মিলিত নোট কেমন হবে তার ছবিও প্রকাশ করেছেন এই নেতা এবং এর উপরে তিনি লিখেছেন " অখন্ড ভারত.....নতুন ভারত......মহান ভারত..... জয় শ্রী রাম..... জয় মাতাদি "।
अखंड भारत.. नया भारत.. महान भारत..
— Ram Kadam (@ramkadam) October 27, 2022
जय श्रीराम .. जय मातादी ! pic.twitter.com/OPrNRu2psl
মহারাষ্ট্রের বিজেপি নেতার বক্তব্য নোটে ঠাকুর দেবতার ছবি দেওয়ার দাবি জানানোটা এক প্রকার তুচ্ছ রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই না। টুইটে তিনি কটাক্ষের সুরে বলেছিলেন " নির্বাচনের দিকে নজর রেখে তুচ্ছ রাজনীতি পরিচালিত কিছু নেতা নোটে দেবী- দেবতার ছবি দেওয়ার দাবি তুলেছেন। মন থেকে তারা এই প্রস্তাব দিলে তা দেশের মানুষ মেনে নিত। কিন্তু এদের অতীত বলে যে শুধুমাত্র ভোট এলে এই নেতাদের দেবী দেবতাদের কথা মনে পড়ে। " তার বক্তব্য " শিবাজী মহারাজ, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকরের ছবি দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করবে । এটা কেউ অস্বীকার করতে পারবে না । ওরা আমাদের সকলের কাছে পূজনীয়। "
এরপরই নোটে প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার প্রসঙ্গ এনে তিনি লেখেন " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্যাগ, নিষ্ঠা, কঠোর পরিশ্রম দেশকে বিশ্বে গৌরব এনে দিয়েছে। তাঁর এই সমর্পণ আমরা কি করে অস্বীকার করতে পারি। শুধু ভারত নয় গোটা পৃথিবী সহস্র যুগ ধরে নরেন্দ্র মোদীর এই অবদানের কথা মনে রাখবে। "
সবমিলিয়ে নোটে কার ছবি দেওয়া উচিৎ তা নিয়ে ক্রমশ ঘোলা জলে জটিল হয়ে উঠছে রাজনৈতিক সমীকরণ। তবে গান্ধীজির জায়গায় নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করবার মতো বিতর্কিত প্রস্তাব কতটা আইনসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
