মুখেই কেবল হিন্দু সুরক্ষা | ফের দলিতদের উপর অত্যাচার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: মুখেই কেবল হিন্দু সুরক্ষা। ফের দলিতদের উপর অত্যাচার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। 

যে হিন্দুদের সুরক্ষা  নিয়ে বিজেপি সব সময় কথা বলে সেই হিন্দুরাই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। মোদি জমানায় বারবার হিন্দুদের সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে সুরক্ষা কেবলমাত্র উচ্চবর্ণের হিন্দুদের জন্য। পরিসংখ্যান অনুযায়ী দিন দিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলিত হত্যার ঘটনা ঘটেই চলেছে। আর এইবার, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দলিত হত্যার খবর উঠে এলো। 

মধ্যপ্রদেশের দামহ জেলার দেবরান গ্রামের ঘটনা। গত সোমবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ গ্রামের ছয় উচ্চবর্ণ যুবকের সাথে একজন দলিত দম্পতি এবং তার ছেলের বাদানুবাদ হয়। আর এই সামান্য বাদানুবাদের কারণে ৬ যুবক সেই দলিত দম্পতি এবং তার ছেলেকে গুলি করে হত্যা করে। যা দেখে স্তব্ধ গোটা গ্রাম। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তরা এবং নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।কিন্তু সামান্য ঝগড়ার কারণে এরকম নিশংস ঘটনা সত্যিই কি মানা যায়?

সামান্য বাদানুবাদ জোরালো বাকবিতান্ডায় পরিণত হলে অভিযুক্ত ছয় যুবক বন্দুক বের করে গুলি করে প্রতিপক্ষের দিকে। যার ফলেই ঘটনাস্থলে মৃত্যু হয় দলিত দম্পতি এবং তার পুত্রের। পুলিশ সূত্রে খবর ঘটনায় জখম হয়েছে নিহত দম্পতির আরো দুই পুত্রের। দুজনই বর্তমানে দেবরান জেলার একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সবাই পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি আইনে মামলা করা হয়েছে। 

কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রত্যেকবার একই ধরনের ঘটনা দলিত হিন্দুদের সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে। এর আগেও গোটা দেশ হাতরাসের মতো নৃশংস ঘটনা দেখেছে।। কিভাবে একজন দলিত কন্যাকে ধর্ষণ করে খুন করার হয়  উত্তরপ্রদেশে, তার সাক্ষী গোটা দেশ। কিন্তু যাদের নিয়ে বিজেপি নিজেদের ভোট ব্যাংকের রাজনীতি করছে তাদেরকে কি তারা আদৌ সুরক্ষা দিচ্ছে? এ বিষয়ে প্রশ্ন সব সময় থেকেই যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম