হাতে নাতে ধড়া পড়ল বিজেপি, তেলেঙ্গানায় সরকার ফেলার চক্রান্ত করতে গিয়ে! ভাইরাল ভিডিও!


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : গোটা দেশে বিভিন্ন সময় বিরোধীরা বারবার অভিযোগ করে তুই যখন সরাসরি ভোটে জিতে সরকার তৈরি করতে পারেনা, তখন ঘুরপথে পিছন দিক দিয়ে অর্থের বিনিময়ে সরকার তৈরি করার চেষ্টা করে। বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ উঠল এবার তেলেঙ্গানায়।

প্রসঙ্গতঃ অবিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতাশীল দলের নেতাদের ভাঙ্গায় কিংবা কখনো টাকার বিনিময় ক্ষমতাশীল দলের বিধায়কদের কিনে নেয়, অভিযোগ বিরোধীদের। ২০১৬ সাল থেকে মধ্যপ্রদেশ, মনিপুর, গোয়া, কর্ণাটক, পুদুচেরি, উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠতা ও জনা দেশকে উপেক্ষা করে ঘুরপথে সরকার ফেলেছে বিজেপি।

এবার বিজেপি তেলেঙ্গানা সরকার ফেলার চেষ্টা করল। সম্প্রতি টুইটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন টিআরএস নেতা ওয়াই সতিশ রেড্ডি। ভিডিওটি দেখে মনে হচ্ছে, কোনও একটি হোটেলে তেলেঙ্গানা সরকার ফেলার জন্য ঘোড়া কেনাবেচার আসর বসিয়েছিল বিজেপি।

ভিডিও পোস্ট করে ওয়াই সতীশ রেড্ডি দাবি করেছেন, অমিত শাহের চেষ্টা ব্যর্থ হল, তেলেঙ্গানা শাসক দলের বিধায় কিনতে গিয়ে হাতেনাতে ধরা পরল বিজেপি। অর্থাৎ YSR বিজেপির ঘুরপথে ক্ষমতা দখলকেই ইঙ্গিত করেছেন।

তেলেঙ্গানা সূত্রে খবর, প্রতি বিধায় কিনতে ১০০ কোটি টাকা অফার করা হয়েছিল বিজেপির তরফে। তবে টিআরএস স্পষ্ট বলেছে, তেলেঙ্গানা বিক্রি নেই। বিজেপির চক্রান্ত সফল হতে দেবে না তেলেঙ্গানা।

সম্প্রতি ঘুরপথে মুম্বাইয়ের ক্ষমতা দখল করেছে বিজেপি একনাথ শিন্ডের হাত ধরে। বিজেপির ঝাড়খন্ড দখলের স্বপ্ন ভেঙ্গে চুর চুর হয়ে গিয়েছিল বাংলার পুলিশের তৎপরতায়। এবার KCR সরকার ফেলতে চাইছে বিজেপি। তবে বিজেপির সমস্ত চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তৈরি আছে তেলেঙ্গানা, জানিয়ে দিয়েছে টিআরএস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম