টেটের ইতিহাসে প্রথমবার ঘোষিত হলো গাইডলাইন , সচ্ছতার লক্ষ্যে বড়ো পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের।


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কোন পাঠক্রমে হবে টেট পরীক্ষা , কী ধরনের হবে প্রশ্নপত্র , কত উত্তীর্ণ হওয়া যাবে পরীক্ষায় ইত্যাদি খুটিনাটি বিষয়ে গাইডলাইন জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

বুধবার টেট এর ওয়েবসাইটে প্রকাশ করা হলো এই তথ্য সম্মিলিত গাইডলাইন। টেটের ইতিহাসে এই প্রথমবার এমন গাইডলাইন প্রকাশিত হলো। পর্ষদ সভাপতি গৌতম পালের কথায় " পরীক্ষা পাঠক্রম, নমুনা প্রশ্নপত্র এবং টেট সংক্রান্ত অন্যন্য প্রয়োজনীয় তথ্য রয়েছে এই গাইডলাইনে। গোড়া থেকেই সচ্ছতা বজায় রাখার লক্ষ্যে টেটের ইতিহাসে প্রথমবার এইধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। " 

উল্লেখ্য চলতি বছর ১১ ডিসেম্বর বেলা ১২ টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত হবে পরীক্ষা। আড়াই ঘণ্টার পরীক্ষার সম্পূর্ণ নম্বর হবে ১৫০। গাইডলাইনের মোতাবেক সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হবে MCQ এর মাধ্যমে ১৫০ টি MCQ বরাদ্দ থাকবে পরীক্ষার্থীদের জন্য। প্রতিটি প্রশ্নে চারটি বিকল্প থাকবে তার মধ্যে সঠিকটা বেছে নিতে হবে। 

মোট ৫ টি বিষয়ের উপর পরীক্ষা হবে তার মধ্যে এর মধ্যে ৩০ টি প্রশ্ন থাকবে শিশু ও শিক্ষাবিদ্যা নিয়ে। একই ভাবে প্রথম ভাষা বাংলা, হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি থেকে ৩০ নম্বর, ইংরেজি থেকে ৩০ , গণিত থেকে ৩০ এবং পরিবেশ বিজ্ঞান থেকে ৩০ থাকবে। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এও জানানো হয়েছে যে টেটে এ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। প্রতিটি টেট প্রার্থীদের ৬০ শতাংশের বেশি নম্বর পেতে হবে। পরীক্ষার্থীদের সংরক্ষিত ক্যাটাগরির জন্য থাকবে ৫ শতাংশ ছাড় ৫৫ শতাংশ পেলেই তাদের উত্তীর্ণ ঘোষনা করা হবে। 

এও জানানো হয়েছে ২০২২ এর টেট উত্তীর্ণরা ইচ্ছা করলে আরও ভালো ফলাফল করবার জন্য পরবর্তীতে আবার পরীক্ষা দিতে পারবেন। শিক্ষা পর্ষদ এও সতর্ক করেছে যে টেটে উত্তীর্ণ হওয়া মানেই চাকরির যোগ্য বলে মনে করা হবে না। এটা নিয়োগের যোগ্যতা মানের মধ্যে একটি। 

এছাড়াও পরীক্ষার কিছু নিয়মাবলী সম্বন্ধে জানানো হয়েছে পরীক্ষার্থীদের। যেমন কোনো পরীক্ষার্থীকে বৈধ অ্যাডমিড কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতিটি নিয়ম যাতে সঠিকভাবে পালন হয় তা নিশ্চিত করতে হবে পরীক্ষার পরিদর্শকদের। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম