সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পুলিশকে দিয়েই গ্রেফতার হওয়া কাউন্সিলর এর পা ধরাবেন। হলদিয়া কালীপুজোর অনুষ্ঠানে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা হিসেবে পুর ও নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী কে।
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে, সত্যব্রত দাস নামে হলদিয়ার এক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ হলদিয়া পুরসভার দুর্নীতি মামলায়। সত্যব্রত এলাকায় শুভেন্দু ঘনিষ্ট বলেই পরিচিত ছিলেন। সত্যব্রত দাসের আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেপ্তার করার পরে পুলিশ তাকে মারধর করেছে।
হলদিয়ায় কালীপুজোর একটি অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “শুনে রাখুন পুলিশ বাবা, যে হাত দিয়ে আপনি স্বপন দাসের(সত্যব্রত দাসের ডাকনাম স্বপন দাস) কানে আপনি মেরেছেন। এই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী স্বপন দাসের যদি পা না ধরাতে পারি, তবে আমার নাম শুভেন্দু অধিকারী নয়।”
এবার শুভেন্দুর সেই বক্তব্যের পাল্টা দিলেন ফিরহাদ হাকিম। শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “অত্যন্ত দুঃখের বিষয় যে, বাবা যে নাম রেখেছে সেই নাম পাল্টাতে হবে। খারাপ লাগছে। শুভেন্দুর নামটা আমাদের কাছে পরিচিত নাম। শুভেন্দু নামটা আমরা অনেকদিন ধরেই জানি। আবার নতুন নাম হলে সেই নামে ডাকতে হবে। কারণ সেই নাম পাল্টাতেই হবে।”
