সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : টাকায় লক্ষ্মী গনেশের ছবি ছাপা হোক দাবি কেজিওয়ালের, AAP কি বিজেপির B টিম উঠছে প্রশ্ন?
এতদিন ধরে অনেকেই দাবি করে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি(AAP) বিজেপির B টিম। এবার সেই দাবি আরও জোরালো হচ্ছে কেজরিওয়ালের একটি বক্তব্যকে কেন্দ্র করে। কেজরিওয়াল বলেন, “টাকায় ছাপা হোক লক্ষ্মী-গণেশের ছবি। তাহলেই ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি হবে।”
প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজিরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি মোদিজীর কাছে আবেদন করে বলেন, “কোনও কোনও সময় অনেক চেষ্টা করেও সমৃদ্ধি আসেনা। আসলে দেব দেবীর আশীর্বাদ না থাকলে বহু চেষ্টার এসেও আশানুরূপ ফল মেলে না। আমি সেই কারণেই প্রধানমন্ত্রী মোদির কাছে অনুরোধ করছি, টাকার একপিঠে যেমন মহাত্মা গান্ধী ছবি আছে থাক কিন্তু অন্যপিঠে লক্ষী ও গণেশের ছবি ছাপা হোক।”
এখানে কেজরিওয়াল থেমে থাকেননি। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। তিনি বলেছেন, “ইন্দোনেশিয়ার মত মুসলিম দেশে গণেশের মুখ দেওয়া নোট রয়েছে। সেই দেশ পারলে আমরা কেন পারব না।”
চিঠিতে কেজরিওয়াল আরও উল্লেখ করেন, ডলারের তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন।
এমনিতেই বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল বিপুল জনমত নিয়ে জিতলেও প্রতিবারই লোকসভা ভোটে বিজেপির কাছে পর্যদস্ত হচ্ছে। রাজনৈতিক মহল, যে কারণে আম আদমি পার্টিকে বিজেপির B টিম বলে এসেছে। এবার কেজরিওয়াল নোট ধর্মীয়করণ করার কথা বলায়, AAP বিজেপির B টিম, সেই দাবি আরও জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে।

