রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ২ তারিখ যাবেন চেন্নাই সফরে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল লা গণেশনের দাদার আশি বছরের জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
 
সোমবার সন্ধ্যায় কালীপূজাতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন রাজ্যপাল। তখনই তিনি বিষ্মিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী এতো ছোটো একটা টালির ঘরে থাকে দেখে আর তখনই তিনি মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানান এই পারিবারিক অনুষ্ঠানে।

মঙ্গলবার দধিকর্মা অনুষ্ঠান শেষে একান্ত আলাপচারিতায় নিজের চেন্নাই সফরের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। যতদূর জানা যাচ্ছে রাজ্যপালের দাদার জন্মদিন ৩ তারিখ আর ওইদিন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত তামিলনাড়ুর সব রাজনৈতিক দলের প্রবীন নেতা। উপস্থিত থাকতে পারেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন ও । ফলে দুই শীর্ষ নেতৃত্বের মধ্যে কথা বলার সম্ভাবনাও তৈরি হয়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম