অব্যাহত বাংলার প্রতি বঞ্চনা | একাধিক প্রকল্পের টাকা বন্ধ করলো কেন্দ্র |


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: অব্যাহত বাংলার প্রতি বঞ্চনা। একাধিক প্রকল্পের টাকা বন্ধ করলো কেন্দ্র।

কেন্দ্রে মোদী সরকার আসার পর একাধিক বার বঞ্চনার শিকার হয়েছে বাংলা। বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প গুলোর বরাদ্দ টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর যা নিয়ে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির অভিযোগ তুলেছে বাংলার শাসক দল। বিভিন্ন সময় বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে বরাদ্দ টাকা বন্ধ করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। 

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের প্রকল্পের টাকা বহুদিন যাবৎ আটকে রেখেছে। সব মিলিয়ে প্রকল্প বাবদ মোট ৩০০০ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। একই অবস্থা নগর উন্নয়ন কাঠামো, পুর কাঠামো সম্পর্কিত বিভিন্ন প্রকল্পগুলোতে। প্রতিটি ক্ষেত্রেই বঞ্চনার শিকার হচ্ছে বাংলা। 

পরিসংখ্যান বলছে কলকাতা, হাওড়া, আসানসোল বিভিন্ন কর্পোরেশন মিলিয়ে কেন্দ্রের কাছে বাংলার পাওনা ৯৩০কোটি টাকা। অন্যদিকে বিভিন্ন পৌরসভা গুলো মিলিয়ে কেন্দ্রের কাছে বাংলার পাওনা ২০৭৬ কোটি টাকা। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করে এই ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূলের। 

উল্লেখ্য, পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্ট অনুযায়ী নগর উন্নয়নের খাতে  ১২ হাজার কোটি টাকারও বেশি টাকা বাংলা কেন্দ্রীয় সরকারের কাছে পায়। অন্যদিকে রাজ্য সরকারে এও অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে কর নিয়ে গেলেও রাজ্যের প্রাপ্য কর ফিরিয়ে দিচ্ছে না। যা নিয়েও সুর চড়িয়েছে এর রাজ্যের শাসক দল। বাংলার প্রতি এই বঞ্চনার প্রতিবাদ বাঙালি ভোটের মাধ্যমে কি করে দেয় সেটাই এখন দেখার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম