মোদির জামানায় ভালো নেই কৃষকরা, বলছে সরকারি রিপোর্ট :
২০১৪ সালে যে কৃষকদের ঢালাও প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল মোদি সরকার,সেই কৃষকরাই আজকে তার জামানায় ভালো নেই। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন “ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো”- র রিপোর্টে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৩ সালের মধ্যে তিনি কৃষকদের আয় দ্বিগুণ করে দেবেন। কিন্তু পরিসংখ্যান বলছে তার জামানাতেই কৃষক ও খেদমজুর আত্মহত্যার সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০২১ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ১৫ জন কৃষক আত্মঘাতী হচ্ছেন। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষেত-মজদুর আত্মহত্যার সংখ্যা ও। পরিসংখ্যান বলছে ২০২১ সালে ভারতে গড়ে প্রতিদিন ১৫ জন খেতমজুর আত্মঘাতী হয়েছেন। দুই ক্ষেত্রেই যা গত বছরের তুলনায় ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মোদি সরকারের দেওয়া রিপোর্টেই বলছে ২০২১ সালে ১০৮৮১ জন কৃষক ও খেদমজুর আত্মঘাতী হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩০ জন কৃষক ও খেদমজুর আত্মঘাতী হয়েছেন। ২০১৭ সালের পর যা একেবারেই নতুন রেকর্ড।
ক্ষমতায় আসার আগে কিংবা ক্ষমতায় আসার পরে বারবারই কৃষকদের নানান প্রতিশ্রুতি দিয়েছে মোদীজির নেতৃত্বাধীন সরকার। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগেও বিজেপি কৃষকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এত কিছু প্রতিশ্রুতি সত্ত্বেও বিজেপি সরকারের আমলে কৃষকরা যে ভালো নেই তাই বারবার ই উঠে আসছে সরকারি রিপোর্টে।
মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতি, ভুল কৃষক নীতি, কৃষক বিরোধী আইন, ক্রমাগত ঋণের চাপ বৃদ্ধি, ইত্যাদির ফলে কৃষকদের জীবনে যে এক চরম দুর্দশা নেমে এসেছে তা স্বীকার করেছে সমাজ বিজ্ঞানী থেকে শুরু করে অর্থনীতিবিদরাও।
