BCCI থেকে অপসারিত সৌরভ,
চলতি সপ্তাহে ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় সৌরভ গাঙ্গুলীকে BCCI এর প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এবং ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনিকে সেই পদে অভিষিক্ত করবার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী বোর্ড সচিব জয় শাহকে নির্বাচিত করা হয়েছে দ্বিতীয় বারের জন্য এছাড়াও পরিবর্তন আনা হয়েছে আইপিএল এর চ্যায়ার ম্যান পদে কেন্দ্রীয় ক্রিড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুন সিং ঢুমালকে নির্বাচিত করা হয়েছে উক্ত পদের জন্য।
কিন্তু নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত সামনে আসার পরেই " Prince of Kolkata " কে নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেছে দড়ি টানাটানির খেলা। এই বিষয়ে তৃনমূল সাংসদ ড: শান্তনু সেন মন্তব্য করেছেন যে প্রাক্তন অধিনায়ক বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত হতে অস্বীকার করেছেন বলেই তাকে সরিয়ে দেওয়া হলো ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মসনদ থেকে। তিনি আক্রমণ শানিয়েছন সংস্থার সচিব জয় শাহের উপরেও এবং সেই সুত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বজন পোষণের।
অবশ্য পাল্টা জবাব দিতে দেরি করেনি গেরুয়া শিবিরও , বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দীলিপ ঘোষের পাল্টা মন্তব্য কখোনো তৃনমূল সৌরভ গাঙ্গুলীকে সাহায্য করেছে এমন উদাহরণ দেখাক তারা। তিনি অভিযোগ করেছেন তৃনমূল শুধুমাত্র রাজনৈতিক খেলা খেলছে এই ঘটনা নিয়ে, দীলিপ বাবুর এও প্রশ্ন নব নির্বাচিত প্রেসিডেন্ট রজার বিনির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক দেখাতে পারবেন তৃনমূল ??
সব মিলিয়ে "মহারাজ" এর অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধে সরগরম হয়ে উঠেছে বঙ্গীয় রাজনীতি।
