সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : “টাকা দুর্বল হয়নি বরং ডলার শক্তিশালী হয়েছে” চাপে পরে সাফাই নির্মলার
আমেরিকা সফরে রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেখানেই এইবার এক বেফাস মন্তব্য করে ফেললেন তিনি। সারা দেশ যখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত, মুদ্রাস্ফীতি যখন দেশকে গ্রাস করেছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করলেন- “ডলার আরো বেশি শক্তিশালী হয়েছে। ভারতীয় মুদ্রা দুর্বল হয়নি”। শনিবার আমেরিকার ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমনটাই জানালেন।
সারা দেশ এখন এক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশে ক্রমশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে পূর্বের তুলনায় তেলের দাম অনেকটা কমলেও ভারতের ক্ষেত্রে তার নামমাত্র কমেনি। বরং তা দিনকে দিন বাড়ছে।প্রতিটি ক্ষেত্রেই দাম পূর্বে তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
এমতাবস্থায় দাঁড়িয়ে ভারতীয় মুদ্রার সর্বকালীন পতন হয়েছে গত ২৮ শে সেপ্টেম্বর। কিন্তু এতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমান কোন চিন্তিত নন। তিনি মুদ্রার এই সর্বকালীন পতনের বিষয়টিকে প্রায় উপেক্ষা করেই বলে দিলেন ভারতীয় মুদ্রা দুর্বল হয়নি বরং ডলার ক্রমশ শক্তিশালী হচ্ছে।
নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পূর্বে দেশবাসীকে আশা দেখিয়েছিল যে ডলার এবং ভারতীয় মুদ্রা সমান হবে। কিন্তু তার শাসনে ভারতীয় মুদ্রা ডলারের কাছে ঘেষতেই কোনদিন পারেনি। বরং ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতন দিনকে দিন বেড়েই চলেছে।
মোদীজি ক্ষমতায় আসার পূর্বে এক ডলারের দাম ছিল ৬০ টাকার সামান্য কিছু বেশি। কিন্তু বর্তমানে তা ৮০ টাকা পার করে ফেলেছে। পরিসংখ্যান বলছে চলতি বছরেই ডলারের নিরিখে টাকার দাম দশ শতাংশ কমে গিয়েছে।
অপরিকল্পিত অর্থনৈতিক নীতি, ক্রমাগত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বৃদ্ধি, বিদেশি লগ্নির অভাব ইত্যাদি কারণের জন্যই যে ভারতীয় মুদ্রার দাম ক্রমাগত কমছে তা স্বীকার করে নিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদদের একাংশ দাবি করছে আগামী দিনে যদি সঠিক অর্থনীতি নিয়ে দেশ না এগেও তাহলে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রা আরো নিচে নেমে যাবে। যা ভারতের মতো দেশে খুবই উদ্বেগ জনক।

