স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে ৫ ফুট লম্বা সাপ। তারপর ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে ৫ ফুট লম্বা সাপ। তারপর ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গত বৃহস্পতিবার সকালে ঢুকে পড়ে একটি ৫ ফুট লম্বা সাপ। নিরাপত্তা রক্ষীদের চোখে পরতেই তারা খবর দেয় বনবিভাগে। পরবর্তীকালে বনবিভাগের আধিকারিকরা সেই সাপটিকে উদ্ধার করে। তবে দিল্লির মতো শহরে অমিত শাহের বাসভবনে সাতসকালে সাপ ঢুকে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।

অমিত শাহের নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীরা জানিয়েছেন সাপটির গায়ে ডোরকাটা দাগ ছিল। তবে বনবিভাগের আধিকারিকরা জানায় সাপটি একটি বিষহীন সাপ। তারা আরো জানায় এটি মূলত একটি “ঢোরা” প্রজাতির সাপ। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সাপ দেখে চমকে ওঠে নিরাপত্তা রক্ষীরা। তাই তারা এক মুহূর্ত দেরি না করেই খবর দেয় বনবিভাগের আধিকারিকদের। 

বনবিভাগের কর্তা জানিয়েছেন, তিনি খুবই খুশি যে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা কোনরকম ব্যবস্থা না নিয়ে সঙ্গে সঙ্গে বনবিভাগের আধিকারিকদের খবর দিয়েছেন। 

বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন এ ধরনের সাপ মূলত পুকুর কিংবা ডোবার মতো স্যাঁতস্যাঁতে জায়গায় দেখা যায়। বর্ষাকালে এ ধরনের সাপের দেখা পাওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা বলেই আশ্বস্ত করেছেন বন বিভাগের আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম