জামতাড়ায় অভিযান কলকাতা পুলিশের, সামনে এলো অস্ত্র কারখানা
দুদিন আগে অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে সিঁথি থেকে চার জনকে গ্রেফতার করেছিলো কলকাতা পুলিশ এদের মধ্যে অন্যতম মহম্মদ ইমতিয়াজের বয়ানের ভিত্তিতে ঝাড়খণ্ডের জামতাড়ায় অভিযান চালিয়ে কলকাতা পুলিশের এসটিএফ (STF) সামনে নিয়ে আসে একটি গোপন অস্ত্র কারখানার খোঁজ।
অভিযানে উক্ত কারখানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে আছে ৭ টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র, লেদ মেশিন এবং আরও বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম আছে এছাড়াও ওই জায়গাতেই একটি গোপন চেম্বারেরও খোঁজ পেয়েছে অভিযানকারীরা।
পুলিশ সুত্রে জানানো হচ্ছে জামতাড়ার মিহিজাম এলাকায় একটি বাড়িতেই গড়ে উঠেছিলো এই বৃহৎ অস্ত্র কারখানা যা আপাত দৃষ্টিতে ছিলো অতি সাধারণ ফলে ঘুণাক্ষরেও কেউ হদিস পায়নি এই কারখানার ।
এই অস্ত্র বাংলায় পাচার করা হতো কিনা আর এই অস্ত্র পাচারের শিকর কত গভীর পর্যন্ত বিস্তৃত তাতো সময়েই বলবে কিন্তু বর্তমানে কলকাতা পুলিশের এই সাফল্যে এবং প্রশাসনিক দক্ষতায় প্রসংশার সুর বাজজে বিশেষজ্ঞ মহলে।
