বিশ্ব ক্ষুধা সূচকে আরো নামলো ভারত, প্রতিবেশী নেপাল পাকিস্তান বাংলাদেশ এর থেকেও পিছনে ভারত

বিশ্ব ক্ষুধা সূচকে আরো নামলো ভারত, প্রতিবেশী নেপাল পাকিস্তান বাংলাদেশ এর থেকেও পিছনে ভারত

২০২২ সালের বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্টে আরো ছয় ধাপ নামলো ভারত। ১২১ টি দেশের মধ্যে ভারতের স্থান ১০৭। ২০২১ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ছিল ১০১। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের থেকে পিছিয়ে রয়েছে ভারত।  

বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্কোর ২৯। অন্যদিকে ভারতের থেকে এগিয়ে রয়েছে   বাংলাদেশ, নেপাল, মায়ানমার, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো। মোদি সরকারের আমলে বারবার বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান ক্রমশ নিম্নগামী হয়েছে। বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট বলছে ২০২০ সালে ভারতের স্থান ছিল ৯৪। ২০২১ সালে তা আরো সাত ধাপ নেমে হয়ে  ১০১। বর্তমানে যা  আরো ছয় ধাপ নেমে হলো ১০৭। 

মূলত অপুষ্টি, শিশু মৃত্যুর হার, পাঁচ বছরের চেয়ে কম বয়সী শিশুদের উচ্চতার তুলনায় ওজন কম ইত্যাদির নিরিখে বিভিন্ন দেশকে বিচার করে তৈরি করা হয় বিশ্ব ক্ষুধা সূচক। আর সেই সূচকেই বারবার ভারত নিম্নগামী। যা দেখে চিন্তিত অর্থনীতিবিদ থেকে সমাজবিজ্ঞানীরা।  ক্ষমতায় আসার পর থেকে রাম মন্দির, ধর্ম প্রভৃতি ইসুগুলোকে নিয়ে বিজেপি ক্রমাগত রাজনীতি করে গেছে। কিন্তু এই সমস্ত দিয়ে দেশবাসীর ক্ষুধার জ্বালা যে মিটবে না তা আবারও প্রমাণ করলো বিশ্ব ক্ষুধা সূচক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম