৭ দিনের মধ্যে তিনবার শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলো রাজ্য পুলিশ। ইতিপূর্বে শুক্রবার এবং সোমবার তাকে তদন্তের জন্য ডাকা হয়েছিলো থানায় ফের আগামী কাল, শুক্রবার তাকে তদন্তের স্বার্থে করা হয় জিজ্ঞাসাবাদ।
ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলায় তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ দূর্নীতি সংক্রান্ত মামলা, সারদার ফাইল লোপাটের পর এবার তৃনমূল নেতার বাড়িতে হামলার অভিযোগে তাকে থানায় ডেকে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা।
গত ১৮ মার্চ দোলের দিন দুষ্কৃতীরা হামলা চালায় কাঁথি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি খোকন চক্রবর্তীর বাড়িতে এবং এই ঘটনার অভিযোগ ওঠে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে আর এর তদন্তেই তাকে গতকাল তলব করে পুলিশ।
এই নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন যে পুলিশকে দিয়ে সৌমেন্দুর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ চরিতার্থ করছে তৃনমূল। তৃনমূল বিধায়ক তাপস রায়ের পাল্টা বক্তব্য যদি ওদের ক্ষেত্রে পুলিশ তলব করলে সেটা ষরযন্ত্র হয় তবে আমাদের ক্ষেত্রেও কেন্দ্রীয় সংস্থা তলব করলে সেটা ষরযন্ত্র সেটা স্পষ্ট করুক বিজেপি।
যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি রাজ্যের বিরোধী দলনেতাকে।
