১০০ দিনের টাকা চাইতে হুমকি সুর শোনা গেলো দীলিপ ঘোষের গলায়
অনেক দিন ধরেই তৃনমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে "১০০ দিনের কাজ" এর টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এবার সেই প্রসঙ্গেই বিতর্কে জড়িয়ে মেজাজ হারালো বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
মঙ্গলবার সকালে বেলদায় প্রতিদিনের মতোই প্রাতর্ভ্রমণ বেরিয়েছিলেন দীলিপ বাবু কিন্তু হঠাৎই সেখানে উপস্থিত স্থানীয় তৃনমূল কর্মীবৃন্দরা তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে তাদের তরফ থেকে ছুটে আসে "গো ব্যাক" স্লোগান সহ কেন "১০০ দিনের কাজ" এর টাকা দিচ্ছে না কেন্দ্র এই নিয়ে নানা প্রশ্ন আর এই পুরো ঘটনাই বিরক্তির উদ্রেগ করেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।
পরবর্তীতে সংবাদ মাধ্যমকে জবাব দিতে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারান দীলিপ বাবু প্রথমে ঠাট্টার সুরে বলেন সকাল সকাল চোরেদের মুখ দেখতে হলো কিন্তু এরপরেই কার্যত হুঙ্কার দিয়ে বলে ওঠেন "বুকে পা তুলে দেবো" ।
এর আগেও দীলিপ বাবুর "বিধবা করে দেবো", "লাল ডায়েরিতে নাম লিখে রাখুন" এই ধরনের নানা উষ্কানীমূলক মন্তব্য অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে যা নিয়ে আজও তাদের খোঁটা সহ্য করতে হয় অন্যান্য দলের থেকে পুনরায় তার এমন হুমকি সূচক মন্তব্যতে বলাই বাহুল্য যথেষ্টই অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি।
সব মিলিয়ে "১০০ দিনের কাজ" এর টাকা প্রসঙ্গে কোনো নির্দিষ্ট উত্তরের বদলে এমনভাবে রাজনৈতিক সৌজন্যতার সীমা লঙ্ঘন মোটেও ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল।
