অভিষেক বন্দোপাধ্যায় চোখের অবস্থা অত্যন্ত সংকটজনক, সুস্থতা কামনা করে ট্যুইট কুণাল ঘোষের

অভিষেক বন্দোপাধ্যায় চোখের অবস্থা অত্যন্ত সংকটজনক, সুস্থতা কামনা করে ট্যুইট কুণাল ঘোষের :

কিছুদিন আগেই চোখের অস্ত্রপচারের জন্য আমেরিকায় গিয়েছে। প্রায় ৭ ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে বলে খবর। অপারেশনে ঝুঁকি ছিল কিন্তু সফল ভাবে অস্ত্রপচার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অভিষেকের চোখের অবস্থা অত্যন্ত খারাপ। তৃণমূলের নেতা-কর্মী থেকে সবাই উদ্বিগ্ন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিষেকের সুস্থতা কামনা করে ট্যুইট করেছেন। যাঁরা এই কঠিন পরিস্থিতিতে অভিষেকের সমালোচনা করছে তাদেরকে অমানুষের সাথে তুলনা করেছেন কুণাল ঘোষ।

প্রায় ৬ বছর আগেকার ঘটনা, ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদের কর্মীসভা থেকে ফেরার সময় সিঙ্গুরের কাছে দূর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর অভিষেকের গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। তখন তাঁর বাম চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং গভীর ক্ষত হয়। চোখের নিচের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। কলকাতার বেলভিউ হাসপাতালে তাঁর চোখের অস্ত্রপচার হয়। ২০২০ সালে আরও একবার তাঁর চোখের অস্ত্রপচার হয়।

পশ্চিমবঙ্গে ২১শের বিধানসভা নির্বাচনে চোখের অবস্থা সংকটজনক হওয়ার সত্ত্বেও অভিষেক তৃণমূল কংগ্রেসের সেনাপতির ভূমিকায় উত্তীর্ণ হয়ে লড়াই করেছেন, একাধিক জনসভা করেছেন। আজ তাঁর চোখের অবস্থা সংকটজনক হওয়ায় তাই সবাই উদ্বিগ্ন, সবাই অভিষেকের সুস্থতা কামনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম