মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পরল বিজেপি নেতা। অসস্তিতে গেরুয়া শিবির
বৃহস্পতিবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্তের চেকমারিতে সুমন বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তি বাইক নিয়ে নকশালবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃত সুমন এর কাছ থেকে পুলিশ ২৫ বোতল কফ সিরাপ উদ্ধার করেছে। শুক্রবার শিলিগুড়ি মহাকুমা আদালতে ধৃত সুমন বর্মনকে পেশ করা হয়। বিচারক আপাতত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃত সুমন বর্মন নকশালবাড়ির সক্রিয় বিজেপি নেতা। গত মহাকুমা পরিষদের নির্বাচনে তিনি বিজেপির প্রতীকেই দাঁড়িয়ে ছিলেন। হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার হওয়ায় বিজেপি নেতাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
