একাধিক স্কচ অ্যাওয়ার্ড পেল রাজ্য সরকার | সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম পুরস্কার রাজ্যের ঝুলিতে

একের পর এক পুরষ্কারে ভূষিত রাজ্য সরকার একাধিক দপ্তর। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম সব পুরষ্কার এলো রাজ্যের ঝুলিতে

রাজ্য সরকারের একের পর এক দপ্তর স্কচ অ্যাওয়ার্ড পেল একাধিক ক্যাটাগরিতে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডে পুরষ্কৃত হয়েছে রাজ্যের বনদফতর, মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং বাঁকুড়া জেলা বিভিন্ন ক্যাটাগরিতে। রাজ্যের বনদফতর স্কচ অ্যাওয়ার্ডের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডে পুরষ্কৃত হয়েছে 'যৌথ অভিযান ক্যাটাগরিতে'। বাঁকুড়া জেলা সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে 'অপারেশন পুষ্টি' প্রকল্পের জন্য। রাজ্য মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে 'ঐক্যশ্রী স্কলারশিপ'-এর জন্য।

রাজ্যের বনদফতর স্কচ অ্যাওয়ার্ড পাওয়াতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, "সরকারের মূল চালিকাশক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ মতো কাজ করেছি। এই পুরষ্কার প্রমাণ করেছে দেশের মধ্যে সবথেকে এগিয়ে বাংলাই। তাই এখানে আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীর। তাঁর ভিশনকে সামনে রেখেই এগিয়েছি আমরা, তাতেই মিলেছে স্বীকৃতি"।

অন্যদিকে, মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর 'ঐক্যশ্রী স্কলারশিপ'-এর জন্য স্বীকৃতি পেয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে। এই স্কলারশিপের ফলে গরীব ছাত্র-ছাত্রীরা খুবই উপকৃত হয়। 

তাছাড়া, বাঁকুড়া জেলা প্রশাসনকে সিলভার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে করোনা অতিমারির সময় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা ১৭০০ থেকে কমিয়ে ৪০০তে আনার জন্য। বাঁকুড়া জেলার ২৩টি ব্লকে 'অপারেশন পুষ্টি' নামক প্রকল্পটি চালু করা হয়েছিল ২৪ নভেম্বর, ২০২০ সালে।

স্কচ অ্যাওয়ার্ডের একের পর এক ক্যাটাগরিতে রাজ্য সরকার যথাক্রমে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার অ্যাওয়ার্ড পাওয়ায় বর্তমান রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ ও সুগঠিত পরিষেবা দিয়েছে বলে মনে করছে বিশিষ্ট রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম