সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বিজেপির কাছ থেকে ১৬ কোটি চাকরির তালিকা চাইল কুনাল | বেকায়দায় বিজেপি!
রাজ্যে যখন নিয়োগের দাবিতে বিক্ষোভ চলছে, প্রার্থীরা আন্দোলন করছে, ঠিক সেই সময় বিজেপিকে বেকায়দায় ফেলে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। বঙ্গ বিজেপির নেতারা আজ চাকরিপ্রার্থীদের জন্য আন্দোলন করে। তারপরই কুনাল নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে বিজেপিকে একের পর এক প্রশ্ন ছুঁড়তে থাকে।
তৃণমূলের মুখপাত্র কুনাল বলেন, “ তাহলে রেল, সেনাবাহিনী সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় যারা পাশ করেও চাকরি পাননি, তাদের সকলকে অবিলম্বে নিয়োগের দাবিতে কেন্দ্রের অফিস গুলির সামনে ধর্না অবরোধে বসলে সেটাও যুক্তিসম্মত হবে তো?”। তিনি আরও বলেন, “ বছরে দুকোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? ২০১৪ থেকে ১৬ কোটি চাকরির তালিকা প্রকাশ করা হোক।”
তাহলে রেল, সেনাবাহিনী সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় যারা পাশ করেও চাকরি পাননি, তাদের সকলকে অবিলম্বে নিয়োগের দাবিতে কেন্দ্রের অফিসগুলির সামনে ধর্ণা অবরোধে বসলে সেটাও যুক্তিসম্মত হবে তো? বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? 2014 থেকে 8×2=16 কোটি চাকরির তালিকা প্রকাশ হোক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 21, 2022
তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন। নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হয়েছেন এবং বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছে প্রায় আট বছর হয়ে গেছে। যেখানে নরেন্দ্র মোদির কথামতো কেন্দ্রকে মোট ১৬ কোটি চাকরি দেওয়ার কথা ছিল সেখানে রেল প্রায় ৮৫ হাজার শূন্যপদ বিলুপ্ত করেছে। সেখানেই তৃণমূল মুখপাত্র কুনাল প্রশ্ন তুলেছেন যেখানে বিজেপি নিজেরাই চাকরি দিতে পারিনি। উল্টে শূন্যপদ বিলুপ্ত করেছে, সেখানে বিজেপির কি অধিকার আছে তৃণমূল কংগ্রেস সরকারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার?
অন্যদিকে, আজকেই আপার প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১৫৮৫ জন চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছে। আবার আজকেই ১১৭৬৫ শূন্য প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবাইকে চাকরি দেবেন। সেই কথামতো সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে পর্ষদ আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দিল।
