বাম আমলের চিটফান্ড নিয়ে নতুন করে মামলা হলো হাইকোর্টে, প্রতারিত হয়েছিল ৩০ হাজার আমানতকারী


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বাম আমলের প্রতারণা নিয়ে এবার মামলা হলো হাইকোর্টে। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভাগ্নে বিজন নাগের চিটফান্ড সংস্থা আইএফবির বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ৩০ হাজার আমানতকারীর সঙ্গে মোটা অঙ্কের লভ্যাংশ দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করেছিলো। তাই নিয়েই আবার জল ঘোলা হতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। 

বিজন নাগের চিটফান্ড সংস্থা সংক্রান্ত তদন্ত অত্যন্ত ধীর গতিতে চলছে এই অভিযোগেই মামলা হয়েছে আদালতে । পুজোর ছুটির পর নিয়মিত বেঞ্চের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এই মামলার শুনানি হবে। 


আদালতে আমানতকারী তরুন কুমার বন্দোপাধ্যায় এবং প্রতীতি ভট্টাচার্য জানান "১৯৯৯ থেকে ২০০০ এর মধ্যে এই চিটফান্ডের বিষয়টি সামনে আসে। মোটা লভ্যাংশ দেখানো হয়েছিলো আমানতকারীদের। সেখানে লক্ষ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ও করে আমানতকারীরা। পরে তথ্য জানার আইনে আমানতকারীরা জানতে পারেন আইএফবির কোনো আইনি বৈধতা নেই। তা সত্ত্বেও তথ্য গোপন করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। "

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম