গুরুত্ব নেই আদি বিজেপির | রাজ্য বিজেপির বিরুদ্ধে খোলা চিঠি বিজেপি নেতা সায়ন্তন বসুর

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: গুরুত্ব নেই আদি বিজেপির।রাজ্য বিজেপির বিরুদ্ধে খোলা চিঠি বিজেপি নেতা সায়ন্তন বসুর। 

আবার প্রকাশ্যে রাজ্য বিজেপির  গোষ্ঠীদ্বন্দ্ব।এইবার বিজেপি নেতা সায়ন্তন বসু সরাসরি রাজ্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে লেখা সেই চিঠিতে, রাজ্যের বর্তমান তাবড় তাবড় বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোপ প্রকাশ করলেন তিনি।

চিঠিতে সায়ন্তন বসু লেখেন, রাজ্যের কিছু বিজেপি নেতা নিজেদের ভাষা সংযত না করে যেভাবে তৃণমূলকে আক্রমণ করছে তাদের দলেরই ক্ষতি হচ্ছে। একইসঙ্গে সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজ্য বিজেপি বর্তমানে সিপিআইএমের থেকেও দুরবস্থার দিকে চলে যাচ্ছে। তিনি সরাসরি বলেন রাজ্যে যদি এখনই ভোট হয়, তাহলে লড়াই হবে তৃণমূল এবং সিপিআইএমের মধ্যে। বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক এও বলেন,“দল চালিত হচ্ছে অযোগ্য নেতৃত্বের দ্বারা”।  

জেপি নাড্ডাকে দেওয়া চিঠিতে তিনি আরো দাবি করেন, বর্তমানে রাজ্য বিজেপি চলছে তৃণমূল থেকে আসা দল বদলুদের নিয়ে। যা নিয়ে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, যারা এতকাল ধরে বিজেপি করে এলো তাদের কোন গুরুত্ব দিচ্ছে না রাজ্য বিজেপি। বরং একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য তিনি বিজেপির অযোগ্য নেতৃত্বের কথাই উল্লেখ করেন।

প্রসঙ্গত একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সায়ন্তন বসুকে। এরপর আর তাকে সক্রিয় রাজনীতিতে তেমনভাবে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে দলের সর্বভারতীয় সভাপতিকে লেখা এই চিঠিতে যেভাবে রাজ্যের বিজেপি নেতাদের আক্রমণ করলেন তিনি, তাতে আবারো স্পষ্ট বিজেপির অযোগ্য নেতৃত্বের তত্ত্ব। বিজেপির বিভিন্ন নেতারা তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে অনেক সময় প্রকাশ্যে বাংলার বিরোধিতা করে ফেলছে, চিঠিতে এ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি হবার পর দিলীপ ঘোষ একের পর এক আক্রমণ করেছেন তাকে। অন্যদিকে সৌমিত্র খা ও রাজ্য বিজেপির বর্তমান সভাপতির দিকে আঙুল তুলেছেন। আবার সুকান্ত মজুমদারও তার জবাব দিতে ছাড়েননি। এই পরিস্থিতিতে সায়ন্তন বসুর এই খোলা চিঠি আবারো রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে এনে দিল। বিশেষজ্ঞ মহলের ধারণা এই গোষ্ঠীদ্বন্দ্ব আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ক্ষেত্রে চিন্তার কারণ হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম