আবার পুরষ্কৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার | এইবার “স্কচ” পুরস্কার পেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।

 

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: আবার পুরষ্কৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।এইবার “স্কচ” পুরস্কার পেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। বেশিরভাগ প্রকল্পই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আর তার কারণেই প্রায় সমস্ত প্রকল্পই কোন না কোন ভাবে পুরস্কৃত হয়েছে। আর এইবার রাজ্যের মুকুটে নয়া পালক যুক্ত হলো।মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডার  “স্কচ” পুরস্কার লাভ করলো। বাংলার মুখ্যমন্ত্রী নিজে টুইট করে গত শুক্রবার এই সুখবর রাজ্যবাসীকে দেন।  

তৃতীয় বার ক্ষমতায় আসার পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় আসার পরে তিনি তার কথা রাখেন। চালু হয় লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গরিব মহিলাদের  ৫০০(জেনারেলদের জন্য) এবং ১০০০(তপশিলি জাতি ও উপজাতিদের জন্য) টাকা করে হতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সরকারি হিসাব অনুযায়ী রাজ্যের প্রায় ১.৫ কোটি মহিলা এই প্রকল্পের আয়তাভুক্ত। 

গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, “আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে GoWB-এর কল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নারী ও শিশু উন্নয়ন বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে।

 নারীর ক্ষমতায়ন সবসময়ই আমাদের কাছে অগ্রাধিকারযুক্ত।  এটি শুধুমাত্র সরকারের সাফল্য কিংবা স্বীকৃতি নয় বরং এটি রাজ্যের ১.৮ কোটি মহিলার স্বীকৃতি”।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবার নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। এবং তার জন্য বিভিন্ন প্রকল্প তিনি চালু করেছেন। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষীর ভান্ডার এইরকম অজস্র প্রকল্প রয়ছে  রাজ্যের সাধারণ মেয়েদের জন্য। বর্তমানে কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত।

উল্লেখ্য,শিল্প, বাণিজ্য এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষতা প্রদানের জন্য বিভিন্ন প্রকল্প গুলোকে পুরস্কার দিয়ে থাকে থিঙ্ক ট্যাংক সংস্থা “স্কচ” গ্রুপ। রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষেত্রে স্বনির্ভর করার জন্য রাজ্য সরকারকে এই পুরস্কার দিচ্ছে “স্কচ” গ্রুপ। এর আগেও রাজ্য সরকার “স্কচ” গ্রুপের দ্বারা পুরস্কৃত হয়েছে। ২০২১ সালে শিক্ষাক্ষেত্রে বাংলা প্রথম স্থান অধিকার করায় পুরস্কৃত হয়েছিল “স্কচ” গ্রুপের দ্বারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম