সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ১৭ ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো কংগ্রেসের সভাপতি নির্বাচন আর সেই নির্বাচনেই বিপুল ভোটে জয়ী হলেন গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী মল্লিকার্জুন খড়গে।
আজ প্রকাশিত হলো উল্লেখিত নির্বাচনের ফলাফল, আর সেই ফলাফলেই দেখা যায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খড়গে এবং শশী থারুর এর মধ্যে খড়গে ৭৮৯৭ ভোট পেয়েছে এবং শশী থারুর পেয়েছে ১০৭২ যেখানে ভোট মোট ভোটের সংখ্যা ছিলো ৯৩৮৫।
যদিও সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ার উপর বারবার প্রশ্ন তুলেছেন শশী থারুর। তিনি কংগ্রেসের হাই কমান্ড এবং অন্যন্য নেতাদের বিরুদ্ধে অসহোযোগিতার অভিযোগও করেছেন বারবার তাই বর্তমানে এই ফলাফল সামনে আসার পর তিনিই আদৌ এটিকে এটিকে হাসি মুখে মেনে নেবেন কিনা সেটাই এখন প্রশ্নের বিষয়।
যদিও প্রাথমিক প্রতিক্রিয়াতে শশী থারুর টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খড়গেকে।
তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ সময়ের অপেক্ষার পর ঘোষিত হলো কংগ্রেসের নতুন সভাপতির নাম যা দলীয়ভাবে কংগ্রেসকে উপকৃত করবে এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

