সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে বাংলার রাজনীতি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ গিয়েছেন। শিলিগুড়ির বিজয় সম্মেলনী মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “আমি টাটাকে তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আমি চাই রাজ্যে বিনিয়োগ হোক।”
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠা এবং বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পিছনে অনেকটাই ভূমিকা আছে সিঙ্গুর আন্দোলনের, এমনটি মনে করে রাজনৈতিক মহল। সেই সিঙ্গুর আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে বঙ্গীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মমতা।
মমতা বলেন, “ কেউ কেউ বাজে কথা বলে বেরোচ্ছেন, যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি। টাটা কে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি।” মমতা আরও বলেন, “ জমিরই তো অভাব নেই। জোর করে জমি কেন নেব? কোথাও জোর করে জমি নিইনি। আমাদের এখানে যত শিল্পপতি আছেন, প্রত্যেকে বাংলায় বিনিয়োগ করুন। কর্মসংস্থান তৈরি করুন বাংলায়।
তবে বাম-কংগ্রেস-বিজেপি একযোগে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছেন। তাদের দাবি, “মুখ্যমন্ত্রী মিথ্যে বলছেন।” তবে ২০১৬ সালের সুপ্রিমকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে, জোর করে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের থেকে জমি কেড়ে নেওয়া বাম সরকারের একটা অন্যায় ছিল।
তবে রাজনৈতিক মহলের মতে, সামনে পঞ্চায়েত ভোট। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নতুন করে সিঙ্গুর প্রসঙ্গ আসায় আবারো বঙ্গীয় রাজনীতিতে ব্যাপকভাবে শোরগোল পড়ে গেছে।

