আবারও পতন ভারতীয় মুদ্রার। ডলার প্রতি ৮৩ টাকা পার হলো ভারতীয় মুদ্রার মূল্য


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও পতন ভারতীয় মুদ্রার। ডলার প্রতি ৮৩ টাকা পার হলো ভারতীয় মুদ্রার মূল্য

গত ২৮ এ সেপ্টেম্বর ভারতীয় মুদ্রার সর্বোচ্চ পতন হয়েছিল। আর আজ সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল ভারতীয় মুদ্রা। বাজার খোলার সাথে সাথেই ৮১ পয়সা পড়ে যায় ডলারের দাম। যার ফলে ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় ৮৩ টাকা পার হয়ে যায়। যা ভারতের ইতিহাসে প্রথম। 

ক্রমাগত ভারতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, অপরিকল্পিত অর্থনীতি, বিদেশি বিনিয়োগের অভাব ইত্যাদির কারণেই ভারতীয় মুদ্রার এই রকম চরম পতন হচ্ছে বলে অভিমত অর্থনীতিবিদদের। শুধুমাত্র ডলারের নিরিখে নয়, অন্যান্য বিদেশি মুদ্রার নিরিখেও ভারতীয় মুদ্রার পতন অব্যাহত। যা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক।

মোদি সরকারের আমলে অর্থনীতির বেহাল দশা নতুন কিছু নয়। পেট্রোল-ডিজেল ,রান্নার গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোজ্য তেল প্রভৃতি জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে।  যেভাবে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতন হচ্ছে তা নিয়ে সরকারের টনক কবে নড়ে, তাই এখন দেখার! 

যদিও এ নিয়ে মোটেও চিন্তিত নন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী এখন আমেরিকা সফরে রয়েছেন। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ভারতীয় মুদ্রার কোনরূপ পতন হয়নি বরং ডলার আরো বেশি শক্তিশালী হচ্ছে। যদিও অর্থনীতিবিদদের একাংশ নির্মলা সীতারামনের এই অভিমতকে খণ্ডন করেছেন। 

ক্ষমতা আসার পূর্বে নরেন্দ্র মোদী দেশকে ডলার আর টাকা একই করার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু তার আমলেই বারবার ডলারের নিরিখে টাকার পতন অব্যাহত। এইভাবে চলতে থাকলে আগামীদিনে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে বিপর্যয় আসতে পারে বলে  অভিমত বিশেষজ্ঞ মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম