মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি | বড়সড় সাফল্য উদ্ভব ঠাকরের


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি। বড়সড় সাফল্য উদ্ভব ঠাকরের। 

সদ্য অনুষ্ঠিত মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে বড়সড় ধাক্কা খেলো বিজেপি। শিন্ডে-বিজেপি জোটের থেকে বেশি আসন পেল মহা বিকাশ আগারী জোট। মহারাষ্ট্রে সদ্য ক্ষমতা হারিয়েছেন উদ্ভব ঠাকরে। শিন্ডে শিবির বিজেপিতে যোগদান করায় মহারাষ্ট্রের রাজনৈতিক পট সম্পূর্ণ পরিবর্তন হয়। কিন্তু এইবার মহারাষ্ট্রেই পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করলো মহা বিকাশ আগারি জোট। 

সদ্য অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের  ১০৭৯ টি আসনের মধ্যে শাসক জোট পেয়েছে মোট ৩৫৭ টি আসন। অন্যদিকে বিরোধী জোট পেয়েছে ৪৬৪ টি আসন। যা বিরোধী জোটের কাছে অনেকটাই স্বস্তির। শিন্ডে শিবির বিজেপিতে যোগদান করায় মহারাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন হলেও, মহারাষ্ট্রের জনগণ বুঝিয়ে দিল যে তারা বিজেপি এবং শিন্ডের চক্রান্তকে কোনোভাবে মেনে নেননি। বিজেপির মোট আসন ২৩৫টি। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। তার আসন ১৩৪। যা কংগ্রেসের ক্ষেত্রে অনেকটা স্বস্তির। অন্যদিকে শিবসেনার উদ্ভব শিবির পেয়েছে ১২০ টি এবং এন সি পি পেয়েছে ১২৮ টি।  

মহারাষ্ট্রের নাগপুরেও উদ্বেগ জনক ফল করেছে বিজেপি। এই নাগপুর ই আরএসএস-এর একটি অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। আর সেখানেই বিজেপি ১৩ টি পঞ্চায়েত সমিতির সভাপতির আসনে একটিতেও জয়লাভ করতে পারিনি। ১৩ টির মধ্যে কংগ্রেস ৯ টি আসনে জয়লাভ করে, এন সি পি তিনটি আসনে এবং উদ্ভব শিবির একটি আসনে জয় লাভ করে। সব মিলিয়ে মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্ষমতার দম্ভ কিংবা অর্থনৈতিক শক্তি দিয়ে কখনোই গণতন্ত্রকে কুলুষিত করা সম্ভব না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম