দুটি ভিন্ন স্থানে দুটি যুবতীকে গণধর্ষণ করে নৃশংস খুন, প্রশ্ন উঠল বিজেপির প্রশাসনের দিকে

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : দুটি ভিন্ন স্থানে দুটি যুবতীকে গণধর্ষণ করে নৃশংস খুন, প্রশ্ন উঠল বিজেপি নিয়ন্ত্রণাধীন প্রশাসনের দিকে। 

বারবার বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত রাজ্যের নারী সুরক্ষা নিয়ে। গুরুগ্রাম এবং গাজিয়াবাদে দুটি ধর্ষণ ও ধর্ষণের পর নৃশংস খুনকে কেন্দ্র আবারও বিজেপি নিয়ন্ত্রণাধীন পুলিশ প্রশাসনের দিকে প্রশ্ন উঠলো। 

অন্যদিকে, দিল্লির গাজিয়াবাদে পৈশাচিকভাবে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক ৩৬ বছরের যুবতীকে চারজন দুষ্কৃতি অপহরণ করে। তারপর দুই দিন ধরে ওই চারজন দুস্কৃতি সহ আরও বেশ কয়েকজন একটি নির্জন জায়গায় লাগাতার গণধর্ষণ করতে থাকে। তারপর ওই যুবতীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় এবং বস্তায় ভরে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে যায় দুস্কৃতিরা। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওই যুবতী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা প্রদেশের গুরুগ্রামে এক অটোচালক ঝোপের মধ্যে একটি স্যুটকেস দেখতে পান। তিনি স্যুটকেসের সেই বিষয়টি নিয়ে পুলিশকে জানান। পুলিশ এসেছে সেই স্যুটকেস থেকে এক মৃত যুবতীর নগ্ন দেহ উদ্ধার করে। ইতিমধ্যে ওই মৃত যুবতীর ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই যুবতীর বয়স ২০-২৫ মধ্যে হবে। যৌনাঙ্গে ক্ষত ও কোমরসহ গোটা শরীরে আগুনে পোড়ার দাগ দেখে মনে করা হচ্ছে, যুবতীকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে।

দিল্লির গাজিয়াবাদে ধর্ষণ হয়েছে। দিল্লির পুলিশ প্রশাসন কেন্দ্রীয় বিজেপি সরকারের নিয়ন্ত্রাধীনে। আবার অন্যদিকে, হরিয়ানার গুরুগ্রামে ধর্ষণ। সেক্ষেত্রে হরিয়ানার বিজেপির সরকার, পুলিশ প্রশাসন বিজেপি সরকারের নিয়ন্ত্রাধীনে। আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি নিয়ন্ত্রণাধীন পুলিশ প্রশাসনের দিকে। 

কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা NCRB রিপোর্টে দেখা গেছে, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ হয় দিল্লিতে। আবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে প্রায় নিত্যদিন নৃশংস ধর্ষণের ঘটনা ঘটে। আবার হাথরস ধর্ষণে দেখা গিয়েছিল, বিজেপি নেতারা ধর্ষকদের সমর্থনে মিছিল করছে। এইসব ঘটনায় বারবার মুখ পুড়ছে বিজেপি নিয়ন্ত্রণাধীন পুলিশ প্রশাসনের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম