মমতা টাটা কে তাড়াননি, কথার খেলাপ করেছিল বাম সরকার বলছে সিঙ্গুরবাসী

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : সিঙ্গুর আন্দোলন হয়েছে প্রায় বারোটা বছর কেটে গেছে তবুও বঙ্গীয় রাজনীতিতে আবারও শোরগোল ফেলে দিয়েছে সিঙ্গুর প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির বিজয় সম্মেলনীর সভা থেকে সিঙ্গুর প্রসঙ্গে বলেছিলেন, “টাটা কে আমরা তাড়ায়নি সিপিএম তাড়িয়েছে”।

কিন্তু সিঙ্গুরের সাধারণ মানুষ সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গে কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর প্রসঙ্গে যে দাবি নিয়ে বিতর্ক হচ্ছে সেই দাবি নিয়ে সিঙ্গুরের সাধারণ মানুষের প্রতিক্রিয়া চাইলে সিঙ্গুরের এক কৃষক বলেন, “ দিদি ঠিকই বলেছেন। উনি টাটাকে তাড়াননি। দিদি বলেছিলেন ৬০০ টাকার জমিতে কারখানা হোক টাটার এবং বাকি ৪০০ একর জমি কৃষকদের ফেরত দেওয়া হোক। সিপিএম তা মেনে নিলে কৃষকদের অমঙ্গল হতো, আবার কারখানাও হতো।”

সিঙ্গুরের অন্য এক বাসিন্দা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকই বলেছেন। রাজভবনের চুক্তি হয়েছিল অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিয়ে বাকি জমিতে কারখানা হবে। কিন্তু রাজভবনের চুক্তি হওয়ার পরের দিনই শর্ত মানতে অস্বীকার করেন তৎকালীন বাম সরকার। বাম সরকার সেই চুক্তি কার্যকর করলে জল এতদূর গড়াত না।”

তারপর ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসার পরে সিঙ্গুরে সেই অনিচ্ছাকৃত কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেন। তারপর ২০১৬ সালের সিঙ্গুরের ওই টাটা কারখানা জমিতে নিজু হাতে চাষবাসের সূচনা করে মমতা। নিজু হাতে ছড়িয়ে দেন সর্ষের বীজ। 

এমনকি সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনিচ্ছাকৃত কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি কে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট জানায়, সিঙ্গুরের জোর করে অনিচ্ছাকৃত কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নেওয়াটা ছিল তৎকালীন বাম সরকারের একটি অন্যায় সিদ্ধান্ত। শিলিগুড়ির মঞ্চ থেকে মমতা সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে বলার পর আবারও একবার বঙ্গীয় রাজনীতিতে সিঙ্গুর প্রসঙ্গ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম