পশ্চিমবঙ্গ আর গরিব রাজ্য নয়, এমনই তথ্য উঠে আসছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ১৭ তারিখ আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবসে ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট ইনস্টিটিউটের যৌথ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে ২০১৫-১৬ এর রিপোর্টে যে পশ্চিমবঙ্গ ভারতের ১০ টি গরিব রাজ্যের মধ্যে ছিলো উল্লেখযোগ্যভাবে সেই পশ্চিমবঙ্গ এখন আর গরিব রাজ্যের তালিকায় নেই। 

এই রিপোর্টে আরও জানা যাচ্ছে বিগত দেড় দশকে ভারতের গরিব মানুষের সংখ্যা কমেছে ৪১.৫ কোটি যদিও এই রিপোর্টে এও বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বেশি গরিব মানুষের সংখ্যা ভারতবর্ষে। কিন্তু গরিব রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের অনুপস্থিতি রাজ্য সরকারের বড়ো সাফল্য বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। 

প্রধানত প্রতি পরিবারের সাস্থ্য, শিক্ষা জীবনধারণের মান সহ ১০ টি সূচকের উপর নির্ভর করে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। 

অনেকের মতেই রাজ্য সরকারের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এর জন্য অনেকাংশে দায়ী আর তাই রাজ্য বাসীর জীবনধারণের এই উন্নতি রাজ্যের মুকুটে নয়া পালক যোগ করলো এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম