তেলেঙ্গানায় সামনেই উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের আগেই বিজেপি নেত্রীর গাড়ি থেকে ব্যাপক পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ। পুলিশের গাড়ি তল্লাশিতেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। যা নিয়ে চাঞ্চল্য ছাড়িয়েছে গোটা রাজ্যে।
প্রতিদিনের মতো পুলিশ তল্লাশি চালাচ্ছিল তেলেঙ্গানার নালগণ্ডা এলাকার চেলমেডা চেকপোস্টে। সেই কানে হঠাৎ টাটা সাফারি একটি গাড়ি এসে উপস্থিত হয়। গাড়িটি তখন চালাচ্ছিলেন স্থানীয় বিজেপি নেত্রীর স্বামী সোপ্পারি ভেনু। সেই সময়ই পুলিশের তল্লাশিতে এক কোটি টাকা উদ্ধার হয় গাড়িটি থেকে।
পুলিশ জানিয়েছে গাড়িটি বিজেপি নেত্রীর নামই রেজিস্টার করানো। ভেনু জানান তিনি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা জী বিবেক ভেঙ্কটরস্বামীর নির্দেশেই সেই টাকার ব্যাগটি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এত টাকা তিনি কেন নিয়ে যাচ্ছেন এবং এত টাকা কোথায় কাজে লাগবেন তিনি তার কোন ,সদুত্তর দিতে পারিনি ভেনু।
স্থানীয় বিধায়ক কমোটিরেড্ডি রাজ গোপাল বেশ কয়েক মাস আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাই সেখানে পুন:নির্বাচনের পরিস্থিতির সৃষ্টি হয়। আগামী ৩ ই নভেম্বর পুন:নির্বাচন রয়েছে। সম্ভবত এই নির্বাচনের জন্য এই টাকাটি ব্যবহার হতে পারতো বলে মনে করছে পুলিশ। আপাতত পুলিশ টাকাটি বাজেয়াপ্ত করে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে। পরবর্তীকালে আয়কর দপ্তরের আধিকারিকরাই এ বিষয়ে তদন্ত করবে।
প্রসঙ্গত টাকা দিয়ে ভোট করানো বিজেপির কাছে নতুন কিছু নেই। সাম্প্রতিক কয়েকটি ঘটনা দেখলে এটা পরিষ্কার হয়ে যায় বিভিন্ন রাজ্যে বিধায়কদের যে কেনাবেচা চলছে তার প্রথম সারিতে রয়েছে বিজেপি।
