ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলো অরুনাভ ঘোষ,সুপ্রিম কোর্টের রায়ের পরেই আবার শুরু তরজা


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: আজ থেকে কদিন আগেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের চাকরিরতদের বরখাস্ত করবার রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে আর এই পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের রায়কে হাতিয়ার করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছে বর্ষীয়ান আইনজীবি অরুনাভ ঘোষ। 

প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো প্রাথমিকভাবে দুটি রায় দিয়েছিলো অভিজিৎ গাঙ্গুলী প্রথমত ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা , দ্বিতীয়ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যের অপসারণ এবং পরবর্তীতে দুটো রায়ের সঙ্গেই সহমত পোষণ করেছিলো উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ কিন্তু বর্তমানে দুটো রায়ের উপরেই স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। 
পুরো প্রসঙ্গক্রমে অরুনাভ ঘোষের বক্তব্য কোনো এক পক্ষের বক্তব্য শুনে রায় দেওয়াটাকে সুবিচার বলে না লক্ষণ নয় তিনি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন " বিচারপতি হয়েছি বলেই যা খুশি করা যায় না। বিচারপতির চ্যায়ারে বসে সব পক্ষকেই শুনতে হবে । এক পক্ষকে শোনার পর তড়িঘড়ি নির্দেশ দেওয়া ঠিক নয়। এটাই কলকাতা কোর্টের দূর্দশা " এরপরই অরুনাভ বাবুর মন্তব্য " ২৬৯ জন জানতেই পারলো না আর তাদের চাকরি চলে গেলো , এইভাবে হয় ?? " 

ইতিপূর্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অরুনাভ ঘোষের বিতণ্ডা বারবার সামনে চলে এসেছে। এজলাসের ভিতরে তাদের বিতর্কও জনসমক্ষে এসেছিলো আবার অরুনাভ বাবুর এই বক্তব্যে নতুন মাত্রা দিলো এই লড়াইকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম