বিজেপির অন্দরে কোন্দল | সৌমিত্র খাঁ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বিজেপির অন্দরে কোন্দল। সৌমিত্র খাঁ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। 

অতীতেও সোশ্যাল মিডিয়ায় বহুবার দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সৌমিত্র খাঁ। বহুবার তিনি দলের অন্তরে বিভিন্ন কমিটি নিয়ে বারবার বিরোধিতা করেছেন। এবার সৌমিত্র ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে।

বিষ্ণুপুরে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তিনি সুকান্ত মজুমদারকে অযোগ্য বলেছেন। তিনি বলেছেন, অযোগ্য সভাপতি হলে অযোগ্য সাংগঠনিক নেতৃত্ব হলে অযোগ্যদের রাখবে। জগতে রাখলে এদের দাম থাকবে না।” তাছাড়া সৌমিত্র আরও বলেছেন, শুভেন্দু দিলীপ ছাড়াই কাউকে রাজ্যনেতা বলে মনে করিনা।”


সৌমিত্র তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ভারতবর্ষে যশস্বী সম্মানীয় আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ জির আশীর্বাদ মাথায় নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি। এ বিষয়ে কোনো অবকাশ নেই। এর আগেও আমার উপর অনেক আঘাত এসেছে। শত কষ্ট অপেক্ষা করেও আমি এগিয়ে যাব।” সৌমিত্র খাঁ আরো বলেছেন, “ যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এটা আমি সর্বদেই বলব।”

রাজনৈতিক মহলের মতে সৌমিত্র খাঁ কে পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছিল কিন্তু পরে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সৌমিত্র কে। তারপরেই সৌমিত্র সুর বিদ্রোহী হয়ে ওঠে। সবমিলিয়ে দলের অন্তর কোন্দল সামনে আসায় বেশ বেকারদের পড়েছে বঙ্গ বিজেপি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম