টেট প্রার্থীদের কানমলা দিলো হাইকোর্ট,পরিস্কার জানিয়ে দিল ১৪৪ ধারা মানতে হবে আন্দোলনকারীদের


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হলো যে, টেট উত্তীর্ণদের ১৪৪ ধারা মানতে হবে। উচ্চ আদালত এও জানায় যে কোনোভাবেই যেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীদের যাতায়াতের সময় কোনোরকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। 

২০১৪ টেট প্রার্থীদের ধরনার বিরুদ্ধে ফের হাইকোর্টের দারস্থ হয়েছে পর্ষদ। পর্ষদের আইনজীবীরা আবেদন জানান কার্যালয়ের গেট বন্ধ সেখানে ঢোকা বেরোনোর সমস্যা হচ্ছে ফলে কোর্টের তরফ থেকে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আর এরপরেই আদালত উপরিক্ত নির্দেশ। 



হাইকোর্টের তরফে বলা হয়েছে ১৪৪ ধারা মেনে চলতে হবে চাকরিপ্রার্থীদের । এর পাশাপাশি পর্ষদের কর্মীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেটা সুনিশ্চিত করতে হবে পুলিশকে এবং এর পাশাপাশি কার্যালয়ের কার্যক্রম যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে চাকরিপ্রার্থীদের। 

এদিন পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল বলেন " আমরা আন্দোলনের বিরোধী নয়। আমরা চাই আমাদের কর্মী অফিসারদের ঢোকা বেরোনো গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করুক পুলিশ।" এদিন আদালতে টেট উত্তীর্ণদের তরফ থেকে কোনো উকিল ছিলো না। 

আদালতের তরফ থেকে বিধাননগরের সিপিকে আদেশ দেওয়া হয় যেন কোনোভাবে পর্ষদের কার্যক্রম বিঘ্নিত না হয় সেটা সুনিশ্চিত করা হয় এবং এও জানানো হয় ৪ নভেম্বর পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে তারপর রেগুলার বেঞ্চ শুনবে এই মামলা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম