বছরের শুরুতেই রাষ্ট্র সংঘ বাংলার দুর্গা পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল। রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বাংলাকে পর্যটনের সেরা এবং সংস্কৃতি পিঠস্থান হিসেবে বেছে নিল। সেই পুরস্কার নিতে আগামী মার্চ মাসে বার্লিন যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছেন। তিনি বলেছেন, “ পশ্চিমবঙ্গ কে ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড দেওয়া হবে। আগামী মার্চ মাসে আমি বার্লিন যাচ্ছি, পুরস্কার আনতে। উত্তরবঙ্গ আরো ভালোভাবে সেজে উঠুক আমি চাই। উত্তরবঙ্গের প্রচুর পর্যটক আসছেন। আরও বড় করা হোক কালিম্পং এবং দার্জিলিংকে। এছাড়া নকশালবাড়ি, মাটিগাড়া,জায়গা এবং জলপাইগুড়ি জেলাতেই অনেক জায়গায আছে যা পর্যটকদের আকর্ষণ করছে।”
করোনা অতিমারির পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প ব্যাপকভাবে উন্নতিসাধন করেছে। সরকারিভাবে চেষ্টা করা হচ্ছে যাদের দেশ-বিদেশ থেকে বহু পর্যটক বাংলাতে ঘুরতে আসে। দুর্গাপূজা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর বাংলাতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ঘুরতে এসেছেন। এবার বাংলা পর্যটন শিল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেল আশা করা যাচ্ছে এবার আরো বেশি পর্যটক বাংলায় ঘুরতে আসবে এবং বাংলার পর্যটন শিল্পকে আরআরও বেশি সমৃদ্ধ করবে।

