সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলার দিকে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ?
কালীপুজোর পরের দিনই দুর্যোগের আশঙ্কা বাংলায়। আবারো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হলো বাংলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার অর্থাৎ কালীপুজোর পরের দিন বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।
এদিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। ২২ তারিখ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ২৩ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
২৪ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন নিম্নচাপটি সিত্রাং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হলে ঘূর্ণিঝড়টির অভিমুখ হবে বাংলা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা। ২৫ তারিখ ঘূর্ণিঝড়টি বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
গত বুধবার বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান এ নিয়ে উপকূলবর্তী এলাকার জেলাশাসকদের সাথে ভার্চুয়ালি কথা বলেন। এছাড়াও কন্ট্রোল রুমও খোলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য আগে থেকেই যাবতীয় ব্যবস্থাপনা সেরে রাখতে চাইছে নবান্ন। সব মিলিয়ে ইয়াস,আম্ফান এর মত আবারো রাজ্যে দুর্যোগের পরিবেশ সৃষ্টি হতে চলেছে।

