গোটা বাংলায় হইচই ফেলে দিল নতুন টুইটার ট্রেন্ড #JomiChorBuddho | দেবাংশুও সামিল ট্রেন্ডে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : গোটা বাংলায় হইচই ফেলে দিয়েছে নতুন টুইটার ট্রেন্ড #JomiChorBuddho। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে হৈচৈ ফেলে দিল নতুন ট্যুইটার ট্রেন্ড। 
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য নিজে ওই ট্যুইটার ট্রেন্ডে সামিল হয়েছেন। তিনি লিখেছেন, “সিঙ্গুরও ভাই দিচ্ছে রায়, টাটা তাড়ানো বামের দায়।”
তাছাড়া ফেসবুক পোস্টে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত মুখ দেবাংশু ভট্টাচার্য সবাইকে এই টুইটার ট্রেন্ডে সামিল হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি লিখেছেন, “ভারত জুড়ে রব উঠেছে, #JomiChorBuddho।আপনিও সামিল হন।” তাছাড়া বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া বারবার সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন এবং সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কে প্রশংসা করেছেন দেবাংশু।


বেশ কয়েকদিন আগেই এই ঘটনার সূত্রপাত হয়। শিলিগুড়ি বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা সিঙ্গুর প্রসঙ্গের কথা উল্লেখ করেন। রাজনৈতিক মহলে মনে করা হয়, মমতাকে বাংলার মসনদে বসার জন্য অনেকটাই সাহায্য করেছিল সিঙ্গুর আন্দোলন।
সিঙ্গুর আন্দোলনে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের পক্ষে হয় আন্দোলন এবং প্রতিবাদ করেছিলেন সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুর মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে ২০১৬ সালে একটি ঐতিহাসিক রায় দেয় এবং সেখানে জানায়, তৎকালীন বাম সরকার জমি দিতে অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করাটা অন্যায় এবং অবৈধ। 
পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুর প্রসঙ্গ এবং সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড #JomiChorBuddho অনেকটাই ফ্রন্টফুটে এগিয়ে দিল তৃণমূল কংগ্রেসকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম