সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : গোটা বাংলায় হইচই ফেলে দিয়েছে নতুন টুইটার ট্রেন্ড #JomiChorBuddho। প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে হৈচৈ ফেলে দিল নতুন ট্যুইটার ট্রেন্ড।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য নিজে ওই ট্যুইটার ট্রেন্ডে সামিল হয়েছেন। তিনি লিখেছেন, “সিঙ্গুরও ভাই দিচ্ছে রায়, টাটা তাড়ানো বামের দায়।”
সিঙ্গুরও ভাই দিচ্ছে রায়..
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) October 21, 2022
টাটা তাড়ানো বামের দায়।#JomiChorBuddho pic.twitter.com/EBzJh5Mkt5
তাছাড়া ফেসবুক পোস্টে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত মুখ দেবাংশু ভট্টাচার্য সবাইকে এই টুইটার ট্রেন্ডে সামিল হওয়ার জন্য আবেদন করেছেন। তিনি লিখেছেন, “ভারত জুড়ে রব উঠেছে, #JomiChorBuddho।আপনিও সামিল হন।” তাছাড়া বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া বারবার সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন এবং সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কে প্রশংসা করেছেন দেবাংশু।
সিঙ্গুর আন্দোলনে জমি দিতে অনিচ্ছুক কৃষকদের পক্ষে হয় আন্দোলন এবং প্রতিবাদ করেছিলেন সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুর মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে ২০১৬ সালে একটি ঐতিহাসিক রায় দেয় এবং সেখানে জানায়, তৎকালীন বাম সরকার জমি দিতে অনিচ্ছুক কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ করাটা অন্যায় এবং অবৈধ।
পঞ্চায়েত ভোটের আগে সিঙ্গুর প্রসঙ্গ এবং সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড #JomiChorBuddho অনেকটাই ফ্রন্টফুটে এগিয়ে দিল তৃণমূল কংগ্রেসকে।

