সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আগের দিন আদালতে পর্ষদের করা মামলার ভিত্তিতে পুলিশকে ধমক দিয়ে হাইকোর্ট প্রশ্ন করেছিলো "পুলিশ কি পাওয়ারলেস ?" এরপর বলেছিলো যে ১৪৪ ধারা সুনিশ্চিত করতে হবে পুলিশকে আর এই আদেশের পরেই গতকাল মধ্যরাতে পুলিশ চালায় অপারেশন বাটার।হাইকোর্টের আদেশের ভিত্তিতে গতকাল রাত্রি বেলা বিধাননগর পুলিশ কমিশনারেট এর নেতৃত্বে একটি বিশাল বাহিনী এসে তিন দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ১৫ মিনিটের মধ্যে তুলে নিয়ে চলে যায়, অসুস্থদের তোলা হয় অ্যাম্বুলেন্স। মিনিট দশকের অপারেশন শেষ হতেই গমগমে রাস্তার চেহারা বদলে শুনশান হয়ে যায় আন্দোলন ক্ষেত্র।
যখন পুলিশ বাহিনী উপস্থিত হয় তখন আন্দোলন স্থানে উপস্থিত বিরোধী দলের নেতা নেত্রীরাও পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই লাভ হয়নি কিছুক্ষণের মধ্যেই কাজ সম্পন্ন করে পুলিশ।
আজ সকালবেলা এই খবর সামনে আসতেই প্রতিবাদ এবং সরকারকে আক্রমণ শুরু করে বিরোধীরা কিন্তু আদালতের আদেশের ভিত্তিতে চালানো অপারেশনে সরকারের দায় কতোটা তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।

