দাদা'র সমর্থনে চালিয়ে ব্যাট দিদি'র, মমতার প্রশ্ন - কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে?



সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : দাদা'র সমর্থনে চালিয়ে ব্যাট দিদি'র, মমতার প্রশ্ন - কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে? সৌরভ দেশের গর্ব

সৌরভ গাঙ্গুলীকে BCCI এর সভাপতি পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাঁর জায়গায় আসছে রজার বিনি। কিন্তু BCCI এর সচিব পদে আবারও রয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এবার সৌরভ গাঙ্গুলী প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সৌরভ গাঙ্গুলী প্রসঙ্গে মুখ খুললেন। 

তিনি বললেন, “দেশবাসী তথা পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলছি, সৌরভ আমাদের গৌরব। মাঠে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন, প্রশাসনও চালিয়েছেন। তিনি BCCI সভাপতিও ছিলেন। আদালত একটা নির্দেশ দিয়েছিল যাতে ওঁকে তিন বছরের মেয়াদ দেওয়া হয়। পাশাপাশি অমিত শাহের ছেলে জয় শাহ-কেও তিন বছরের মেয়াদ দেওয়া হয়। কিন্তু কেন জানি না অমিত শাহের ছেলে রয়ে গেলেনগেলেন, তাহলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?”

মমতা এখানেই থামেননি। তিনি আরও বলেন, “আমি এখনও মনে করি, ওঁকে যে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এটার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে ICC, ভারত থেকে মাত্র এক-দুই জন ICC তে যাওয়ার যোগ্য। আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করব, সৌরভকে ICC-র ভোটে লড়তে দেওয়া হোক। ওঁর সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। কেন বঞ্চনার শিকার সৌরভ?”

এর পাশাপাশি মমতা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর প্রশংসা করে বলেন, “সকলে ওঁকে চেনে, গোটা পৃথিবী ওঁকে জানে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। শুধু বাংলা নয়, উনি দেশ তথা পৃথিবীর অহংকার। সরকারকে অনুরোধ রাজনীতি করবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। উনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ক্রিকেট, খেলাধুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন।”

শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন যুক্তিতে ক্রিকেটের ‘ক’ জানে না, ক্রিকেট সম্বন্ধে কোনও আইডিয়া নেই, কোনোদিন ক্রিকেট খেলেননি সেই জয় শাহকে BCCI সচিব পদে আবারও রেখে দেওয়া হয়? অমিত পুত্র হওয়ায় কি অতিরিক্ত সুবিধা ও সুযোগ পেলেন জয় শাহ? আর সৌরভ গাঙ্গুলী বিজেপিতে যোগদান না করায় কি প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হলেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম