সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের উপনির্বাচনে বড়সড় জয় পেল ইমরানের দল। ধরাশায়ী শাহবাজ।
২০১৮ সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মেয়াদ শেষ না হতে হতেই অনাস্থা ঘটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয় ইমরান খানকে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরীফ। এইবার সেই শাহবাজ শরীফের দলকেই উপনির্বাচনে বড়োসড় ধাক্কা দিল ইমরান খানের দল পিটিআই ( The Pakistan Tehreek-e-Insaf)।
রবিবার পাকিস্তানে আটটি কেন্দ্রে উপনির্বাচন ছিল। আটটি কেন্দ্রের মধ্যে সাতটি কেন্দ্রে ইমরান খানের দল প্রার্থী দিয়েছিল। আর তার মধ্যে ছটি আসনেই তারা জয় লাভ করেছে। মুলতান কেন্দ্রটিতে বেশ কয়েক বছর আগে ক্ষমতা হারিয়েছিল পিটিআই। কিন্তু আবার সেই কেন্দ্রটিতে পুনরায় জয়লাভ করল ইমরান খানের দল । পাঞ্জাব প্রদেশের দুটি অঞ্চলেও পিটিআই জয় লাভ করেছে। সরকারিভাবে কোন ফল প্রকাশ না করা হলেও বেসরকারি সূত্র মারফত ফলাফল জেনে বেজাই খুশি পিটিআই ।
রবিবার শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও বেশ কয়েকটি জায়গায় ভোট লুট হয়েছে বলে অভিযোগ করেছিল পিটিআই। অভিযোগের তীর ছিল মূলত শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে। এতদসত্ত্বেও উপনির্বাচনে ভালো ফল করতে পেরে পিটিআই উচ্ছ্বাসিত।
শাওবাজ ক্ষমতায় আসার পর তার সরকারকে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষজ্ঞদের অভিমত ক্রমাগত পাকিস্তানের অর্থনৈতিক পতন এবং বেশ কয়েকদিন আগে পাকিস্তানে যে বিধ্বংসী বন্যা হয় যার দ্বারা প্রায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার জন্যই সম্ভবত সরকারের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ জনগণের মধ্যে। বন্যাবিধ্বস্ত মানুষদের ত্রাণ বিতরণকে কেন্দ্র করেও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নতুন শাহবাজ শরীফের সরকার যে আস্তে আস্তে ব্যাকফুটে চলে যাচ্ছে তা ক্রমশ স্পষ্ট।

